ট্রেণের গতি এসময় কম ছিল। ট্রেনের চালক ট্রেণ লাইনের উপর ট্রাক দেখে বার বার হুইসেল দিতে থাকে। এক পর্যায়ে ট্রাক চালক ও হেলপার ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। ট্রেণের ধাক্কায় গমবাহী ট্রাকটি ট্রেণ লাইনের উপরই ছিটকে পড়ে উল্টে যায়। এসময় ১ নং রেল গেইট এলাকায় ভিতীকর পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রেণ ও ট্রাকের সংঘর্ষের কারণে প্রায় ২ ঘন্টা ঐ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এসময় ট্রাকে বহন করা গমের মালিক অপু জানায়, রূপগঞ্জ রূপসি এলাকা থেকে দুই শত বস্তা গম নিয়ে ট্রাকটি আসছিলো। নিতাইগঞ্জে আমার গদিতে পৌছে দেয়ার কথা ছিলো। এ ঘটনা জানতে পেয়ে এখানে চলে এসেছি।
এঘটনার পরে ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে ট্রেণ চলাচল বন্ধ ছিল। দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে সদর থানা পুলিশ ও মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে। প্রায় ২ ঘন্টা পর ট্রাকটি উদ্ধার করে অন্যত্রে সরিয়ে নিলে চলাচলের সাভাবিক অবস্থা ফিরে আসে।