ট্রাক-অটো রিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় ট্রাক-অটো রিকশার সংঘর্ষে কাঁচামাল ব্যবসায়ী মো. আবু মিয়া (৩৫) নিহত হয়েছে। নিহত আবু মিয়া ফতুল্লার পাগলা শান্তি নিবাস এলাকার আক্কেল আলীর ছেলে। ১৩ মে রোববার সকালে পাগলা-দেলপাড়া রুটের পাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এসআই ইলিয়াস হোসেন জানান, মো.আবু মিয়া প্রতিদিনের ন্যায় সকালে বাসা হতে বের হয়ে কাঁচামাল ক্রয় করার উদ্দেশে অটো রিকশা যোগে নারায়ণগঞ্জ শহরে আসছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে আবু মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত