নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে তেলবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর দুর্ঘটনা কবলিত উভয় ট্রাকে আগুন ধরে যায়। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে নরসিংদীগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী তেলবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। পরে দু’টি ট্রাকেই আগুন ধরে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে উভয় ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে কোন প্রকার হতাহতের সংবাদ পাওয়া যায়নি। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন। এদিকে, দুই ট্রাকের সংঘর্ষ ও অগ্নিকান্ডকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারন। অনেকে পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা গেছে।
সকাল পৌনে ৯টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে পুলিশ।
মাধবদী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শাহজাহান খাঁন বলেন, সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাস সিলিন্ডার ও তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, অসাবধানতার কারনেই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।