নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সরকারি ন্যায্যমূল্য (টিসিবি) কার্ড বিতরণ করেছেন সাবেক প্যানেল মেয়র ও নাসিক ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। ২০শে মার্চ রবিবার সকালে চাষাড়া বালুরমাঠ এলাকায় উপকার ভোগীদের হাতে সরকারের সহায়তা কার্ড তুলে দেন তিনি।
বিন্নি বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষগুলোর কথা চিন্তা করে সারাদেশে এক কোটি পরিবারের মাঝে টিসিবি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মেয়র মহোদয়ের তত্বাবধানে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে ১৩শ লোকের মাঝে আমি এই কার্ড বিতরণ করছি। এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো স্বল্পমূল্যে নিত্য পণ্য কিনতে পারবে।
এদিন ১৪নং ওয়ার্ড পানির টাংকি এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শারমিন হাবিব বিন্নি। এসময় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।