টিম খোরশেদ এর ৩ দাফন ও ২ প্লাজমা ডোনেশন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আজ ২রা আগস্ট সোমবার রাত ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘন্টায় মুন্সিগঞ্জের মুক্তারপুরে ও নারায়ণগঞ্জের ফতুল্লায় টিম খোরশেদ ২৪০, ২৪১ ও ২৪২ তম করোনা পজিটিভ মৃতদেহ দাফন এবং ১১৫ ও ১১৬ তম প্লাজমা ডোনেশন সম্পূর্ণ করেছে।

প্লাজমা ডোনেশন :
করোনা আক্রান্ত হয়ে ইউনাইটেড হসপিটালের আইসিইউতে ভর্তি ২০ বছরের কিশোর ইফতিকে তার পরিবারের আহবানে ২ ইউনিট প্লাজমা ডোনেশন করেছেন টিম খোরশেদ এর প্লাজমা টিমের প্রধান সমন্বয়কারী আরাফাত খান নয়ন। এটি ছিল টিম খোরশেদ এর ১১৫ ও ১১৬ তম প্লাজমা ডোনেশন।

৩ টি দাফন :
মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুক্তারপুর নিবাসী হাজেরা বেগম (৬৫) করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালের  আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার রাত সকাল ১০:৩৫ টায় ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে ১লা আগস্ট রবিবার রাত ২ টার দিকে মাসদাইর কবরাস্তানে এনে গোসল ও জানাযা শেষ করে বাদ ফজর মুন্সিগঞ্জের মুক্তারপুরে স্থানীয়  কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।

অন্যদিকে আজ সকাল ৯:১০ মিনিটে ফতুল্লা থানার পুলিশ লাইন্স আফাজনগর নিবাসী মাহাবুব মুন্সী (৫০) করোনা আক্রান্ত হয়ে  ঢাকার ইমপাল্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা মাসদাইর কবরাস্তানে গোসল ও জানাযা শেষে বাদ আসর একই কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।

আজ দুপুর ১ টার দিকে ফতুল্লা থানার জামতলা নিবাসী আনোয়ারা বেগম (৭৩) করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে তার বাড়ীতে এনে গোসল শেষে বাদ আসর মাসদাইর কবরস্থানে জানাযা ও দাফন সম্পূর্ণ করেছেন।

আজ টিমে হাফেজ শিব্বির, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, ইউপি মেম্বার রোজিনা আক্তার, আনোয়ার হোসেন, হাফেজ রিয়াদ, নুসরাত জাহান রিয়া, সুমন দেওয়ান, মো.সহিদ, রফিক  হাওলাদার ও মো. নাঈম।

add-content

আরও খবর

পঠিত