নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : রাইয়ান আহমেদ। দীর্ঘদেহী ডানহাতি অফস্পিন বোলার। তাঁর ঘূর্ণিবলের জাদুতে দিশেহারা স্টেডিয়াম পাড়ার দল ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব। বহিরাগত কোটায় খেলা আরেক স্পিনার হাবিব। সেও কম যায়নি। এই দুই স্পিনার মিলে দ্রুত সাজ ঘরে পাঠায় স্টেডিয়াম পাড়ার দলটিকে। মাত্র ৬২ রানেই সবাই ফিরে সাজঘরে। টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী ৬ উইকেটে পরাজিত করে ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাবকে। ২৮শে ফেব্রুয়ারি সোমবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ম্যাচে টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী জয় পেয়েছে।
সোমবার সকালে টস জিতে টার্গেট অধিনায়ক প্রথমে ব্যাট করতে পাঠায় ইসদাইর চন্দাকে। ১৮.৫ ওভারে তারা টিকে ছিল মাঠে। ইসদাইরের খেলোয়াড়দের মধ্যে তাড়াহুড়া করে খেলার প্রবণতা ছিল। মনে হচ্ছিল কে দ্রুত প্যাভিলিয়নের পথ ধরতে পারে ! সজিব খান ৪ চারে ১৭ রানে ফিরেন। সুশান্ত ২ চারে আউট হন ১৫ রানে। শেষ দিকে কামরুল নেমে ১ ছয় ও ১ চারে আউট হন ১৩ রানে। ক্রিজে থিতু হয়ে খেলার কোন ইচ্ছা তাদের ছিল না। লাঞ্চের আগেই প্রথম ইনিংস শেষ হলে আম্পায়ারদ্বয় লাঞ্চ ঘোষণা করেন। লাঞ্চের পর মাঠে নেমে শুরুতেই পিটিয়ে খেলার চেষ্টা চালায় টার্গেট গ্রুপ। প্রথমে ফিরে যান রকিবুল ইসলাম রাজা ১ ছয় ও ২ চারে ১৮ রানে। অপর ওপেনার সাজেদুর ৪ ছয় ও ১ চারে ৩০ রানে ফিরেন। রায়হান সাব্বির ১ ছয়ে ৯ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেট হাতে রেখে ৬৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী। প্রথম পয়েন্টের দেখা টার্গেট পেলেও পয়েন্ট টেবিলের তলানিতে ইসদইর চন্দা রয়ে গেল।
সংক্ষিপ্ত স্কোর
ইসদাইর চন্দা স্টোর্পিং ক্লাব : ৬২/১০ (১৮.৫ ওভার) সজিব খান ১৭, সুশান্ত ১৫, কামরুল ১৩। অতিরিক্ত ৫। রাইয়ান আহমেদ-৫/৬, একেএম হুসনে হাবিব-৩/৮।
টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী : ৬৩(৯ ওভার) সাজেদুর ৩০, রকিবুল ইসলাম রাজা ১৮, রায়হান সাব্বির ৯। অতিরিক্ত ২৬৪। ইয়াসিন এবাদুর রহমান আকাশ ৩/৩৬, রাসেল ১/২। আম্পায়ার : সোহরাব হোসেন ও ইমন। স্কোরার : নাসির, অনলাইন : রায়হান।
এদিকে, আগামী ৩ই মার্চ বৃস্পতিবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স (ক্রিকেট গ্রাউন্ড) এ টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী ও নাসিম ওসমান এমসিএ এর খেলা অনুষ্ঠিত হবে।