নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিস্কাশিত পানি বৃহত্তর মাসদাইর এলাকার রাস্তাগুলো তলিয়ে আছে। দীর্ঘদিন জমে থাকার ফলে ইউনিয়ন পরিষদের সংস্কার করা নতুন রাস্তাও নষ্ট হয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে অত্র এলাকাবাসী।
সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড এলাকার মাসদাইর গুদারাঘাট ও উত্তরে শেরে বাংলা সড়ক মোড় ও বেগম রোকেয়া খন্দকার উচ্চবিদ্যালয় এর সামনে দিয়ে ড্রেনগুলো ইউনিয়ন পরিষদ এর মাসদাইর ৭ ও ৮ নং ওয়ার্ড এলাকা দিয়ে বিসিক শিল্প নগরীর আছিন তলার খালের সাথে সংযোগ করা হয়। ড্রেন নির্মাণ করার পর কয়েক বছর ঠিক মত পানি গেলেও ইউনিয়ন পরিষদ এলাকা মাসদাইর এর ডোবানালা গুলো ভরাট করার ফলে পয়ঃনিস্কাশন এর ক্ষমতা কমে যায়।
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ফলে যেমন নষ্ট হচ্ছে রাস্তা তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী সহ বিসিক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীরা। তারা পানি পাড়িয়েই প্রতিদিন বিসিক এ আসা-যাওয়া করতে হচ্ছে। গত দুই দিনের বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা যা প্রসারিত হয়ে গলাচিপা কলেজরোড থেকে মাসদাইর বাজার গুদারা পতেঙ্গা মোড়, কাশেম জামাল আবাসিক এলাকা, ভোলা বাজার থেকে প্রধান বাড়ী, বড়বাড়ী সড়কটি হাটু পানির নিচে তলিয়ে যায়। এর ফলে পশ্চিম মাসদাইর ৬৯নং সরকারী প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলে আসা-যাওয়া করতেও বাধাগ্রস্থ হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে পশ্চিম মাসদাইর বাইতুল আকসা জামে মসজিদের মুসুল্লিরাও।
মাসদাইরবাসীর দাবী সিটির পানি আমাদের এলাকা দিয়ে বিসিক খালে প্রবাহিত হওয়ার ড্রেনটি দ্রুত ক্ষুদ্র হওয়ায় এর ভয়াবহ পরিণতি আামদের ভোগ করতে হয়। সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছে মাসদাইরবাসী।