নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণঞ্জে আমির হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় ১০ ক্যান বিয়ার, বিয়ার বিক্রির নগদ ৪৫১৫ (চার হাজার পাঁচশত পনের) টাকা ও বিয়ার বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার (৬ আগস্ট) বিকেল সদর মডেল থানাধীন টানবাজার এলাকায় ঘঁনাটি ঘটে। গ্রেফতারকৃত আমির হোসেন হবিগঞ্জের মাধবপুর থানার মো. খেলু মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আমির হোসেন আসামী ভাসমান অবস্থায় উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসছিল । তার বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার নারায়নগঞ্জ সদর মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইতেছে।