টাকা বিলি করা যুবকের মুখে চেয়ারম্যান প্রার্থী বাবুল ও সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনির নাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কাছে টাকা বিলির অভিযোগে আব্দুল গাফফার (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে নরসিংদী জেলার পলাশ উপজেলার মল্লিকপাড়া গ্রামের মো. আফজাল মিয়ার ছেলে। তিনি সোনারগাঁও পৌরসভার দৌলেরবাগ রফিকুলের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার ১৮ মে সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার নতুন মসজিদ এলাকায় স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানিয়েছে, উপজেলার আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওরফে বাবুল ওমরকে ভোট দিতে নগদ টাকা দেয়ার অভিযোগ উঠেছে আব্দুল গাফফার যুবকের বিরুদ্ধে। তিনি জেলা সাবেক ছাত্রলীগ নেতা সোনারগাঁওয়ের শাহ্ মো. সোহাগ রনির মালিকানাধীন সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার পদে কাজ করেন।

এলাকাবাসীর অভিযোগ, মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এবং দলদারসহ বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারদেরকে টাকা দিয়ে আনারস প্রতীকে ভোট কিনতে তাকে পাঠিয়েছেন সোহাগ রনি নামে আরেকজন। আটক হওয়ার আগ পর্যন্ত তিনি অন্তত নগদ ষাট হাজার টাকা বিলি করেছেন, এমন ঘটনা অনেকেই দেখেছেন। সে যার পক্ষে টাকা বিলি করেছে স্থানীয়দের কাছে আটক হওয়ার মুহুর্তে জবানবন্দী দেয়ার ভিডিও ফুটেজও রয়েছে। যেখানে চেয়ারম্যান প্রার্থী বাবুলের পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনির কথায় খাম দিয়ে টাকা বিলি করছে বলে জানায়।

সোনারগাঁও থানা পুলিশের এসআই মাহমুদ বলেন, মোবাইল ফোনে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাত থেকে সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেখা, একটি খামে কিছু টাকাসহ আব্দুল গাফফার নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে এক প্রার্থীকে ভোট দেয়ার জন্য টাকা বিলি করার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আটককৃত ব্যক্তির বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, পুলিশে সোপর্দ করা ব্যক্তি কোন প্রার্থীর পক্ষে টাকা বিলি করছিলেন কিনা তা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। এক প্রার্থীর পক্ষের লোকজনের অভিযোগের ভিত্তিতে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি আমাদের জানান তার কর্মস্থল ব্যবসা প্রতিষ্ঠানের সামান্য কিছু টাকা তার সাথে ছিল। তবে লোকজনকে টাকা দেয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। তাছাড়া অভিযোগের বিষয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষী একজনও আমরা পাইনি।

add-content

আরও খবর

পঠিত