নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোমবার ২রা মে সন্ধায় আকস্মিক কাল বৈশাখী ঝড়ে বন্দরের বিভিন্ন স্থানের, মসজিদ-মাদ্রাসা, কাঁচা-পাকা বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, হাট-বাজার ও বৈদুত্যিক খুঁটিসহ প্রায় শতাধিক গাছ-পালা ক্ষতগ্রিস্থ হয়েছে। এ সময় পল্লী বিদ্যুতের ১১হাজার ও ৩৩ হাজার ভোল্টেজের অসংখ্য তার ছিঁড়ে নিচে পড়ে যায়। ঝড়ের কবলে পড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু আহত হয়। এদিকে ঝড়ের কবলে পড়ে সোমবার সন্ধায় গুরুতর আহত হয় পূর্ব হাজীপুর এলাকার এসহাক সরদারের ছেলে তাজুল ইসলাম(৫০)। সিএনজি যোগে বন্দর ঘাটে যাওয়ার পথে বৈদ্যুতিক খূঁটির চাপায় তার বা পায়ের হাড় ভেঙ্গে যায়।
এদিকে আকস্মিক ঝড়ে গাছ-পালা পড়ে রাস্তা-ঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে মদনগঞ্জ-টু মদনপুর সড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। যানজট ঠেকাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,বন্দর পল্লী বিদ্যুত সমিতি’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন,বন্দর থানার সহকারি দারোগা সাইদুর রহমান স্ব-শরীরে উপস্থিত থেকে কল্যান্দী ও হাজীপুর এলাকায় পড়ে থাকা গাছের গুঁড়ি ও ডালা-পালা অপসারণ করেন। অপরদিকে ঝড়ের কবলে পড়ে বন্দর ১নং খেয়াঘাট হতে সেন্ট্রাল ফেরী ঘাটে চলাচলরত নৌকার মাঝিদেরকে ভোগান্তিতে পড়তে হয়। এ সময় নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। বিভিন্ন নৌ-যানকে নিরাপদ স্থলে অবস্থান করে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।