ঝুট সন্ত্রাসী মিজান বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার মাসদাইর এলাকায় সশস্ত্র মহড়াসহ আব্দুল নামের এক ব্যাক্তিকে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় কথিত যুবলীগ নেতা হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি বড় মিজানসহ তার সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। সোমবার দুপুরে মিজান বাহিনীর হামলায় আহত আব্দুলের বাবা আব্দুল জব্বার বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন। এদিকে থানায় ঝুট সন্ত্রাসী বড় মিজানসহ তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে মামলা না হওয়ার জন্য ব্যাপক দৌড় ঝাপ চালিয়ে যাচ্ছে বলেও শুনা গেছে। অপরদিকে থানায় মামলা না করার জন্য বড় মিজানসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় থাকা আব্দুলের পরিবারকে নানাভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে বলেও জানা গেছে। এজাহারে অন্যান্য আসামীরা হলো-মিন্টু, খলিল, মন্টু, আমান, জহির, টিুটু, রাজুসহ অজ্ঞাত ৭-৮ জন।

এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ফতুল্লার মাসদাইর চৌধুরী কমপ্লেক্্র এর সামনে থেকে দেশীয় অস্ত্রসজ্জ নিয়ে ঝুট সন্ত্রাসী বড় মিজানসহ তার সহযোগী মিন্টু, খলিল, আমান, মন্টু, জহির, রাজু, ইমুসহ অজ্ঞাত ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মাসদাইর এলাকায় প্রবেশের চেষ্টা করে। এ সময় একই এলাকার আব্দুল নামের এক ব্যাক্তি মাসদাইর শ্নশান মার্কেটে একটি চায়ের দোকানে বসাছিল। এক পর্যায়ে সন্ত্রাসী মিজান বাহিনীসহ তার লোকজন পূর্ব আক্রোশ বসত আব্দুল নামের এক ব্যাক্তির উপর হামলা চালায় এবং আব্দুলের মোটর সাইকেলটি ভাংচুরসহ আব্দুলকে এলা পাতারি পিটিয়ে এবং কুপিঁয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এমন সময় স্থাণীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আব্দুলকে প্রথমে নারায়ণগঞ্জ খাঁনপুরস্থ ৩শত শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হলেও সংঘর্ষে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে সন্ত্রাসীদের হামলায় ভাংচুরকৃত মোটর সাইকেলটি ঘটনাস্থল থেকে পুলিশ জব্দ করেন।

ফতুল্লা মডেল থানার এস.আই মিজান জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত