ঝুঁকিপূর্ণ ভবনের অধিকাংশই সরকারি ভবন, রাজউক চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঝুঁকিপূর্ণ ভবনের অধিকাংশই সরকারি ভবন বলে দুঃখ প্রকাশ করেছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় রাজউক জোনাল অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা তিলোত্তমা রাজধানী দেখতে চাই, ডিজিটাল ও স্মার্ট রাজধানী দেখতে চাই। কিন্তু আমি এই পলিসি পরিবর্তন করতে চাই। আমি বাসযোগ্য রাজধানী দেখতে চাই। আমরা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করছি। আগামী সপ্তাহে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে যাবো। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে, এর অধিকাংশই সরকারি ভবন। আমি চাই, আপনারা বহির্ভূত অংশ ভেঙে দেন। তাতে করে আপনাদের ক্ষতি কম হবে।

নির্মাণাধীন ভবনের বিষয়ে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, নির্মাণাধীন ভবনের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। এ বিষয়ে নিয়ম নীতির কোন ব্যার্তয় ঘটানো যাবে না। তবে যেসব ভবন আগে নির্মাণ হয়ে গেছে সে বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করবো কি করা যায়। সে বিষয়ে নীতিমালা হবে। তবে নির্মাণাধীন অবস্থায় থাকা ভবনের বিষয়ে আমাদের কোন ছাড় নেই।

রাজধানীর পুরান ঢাকায় দুর্যোগপূর্ণ ভবন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের পুরান ঢাকায় দুর্যোগপূর্ণ অসংখ্য ভবন রয়েছে। আমরা ওইসব ভবন মালিকদের বলেছি, পুরনো ভবন ভেঙে একসঙ্গে ব্লক দিয়ে তৈরি করলে ভালো প্রণোদনা পাবেন। আমরা সর্বোচ্চে চেষ্টা করছি সব দিক দিয়ে বাসযোগ্য করার জন্য।

অনিয়ম দেখলেই ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজউকের কাছে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহল বলে কিছু নেই। যেখানে অনিয়ম পাবো সেখানে উচ্ছ্বেদ করবো। এমনকি রাজউকের কোন কর্মকর্তা অনিয়মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নেব। এ বিষয়ে কোন ছাড় নেই।

এসময় উপস্থিত ছিলেন রাজউকের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথরাইজ অফিসার এফআর আশিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

add-content

আরও খবর

পঠিত