নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার চলমান আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। অ্যারেনা প্যান্টানেল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ ২৯ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায়।
এবারের কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চিলির বিপক্ষে ১–১ গোল ব্যবধানে ড্রয়ের মাধ্যমে যাত্রা শুরু করেছে সময়ের অন্যতম সেরা ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। প্রথম ম্যাচে জয় না পেলেও পরের দুই ম্যাচেই জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। উরুগুয়েকে ১–০ গোলে হারানোর পর একই গোল ব্যবধানে প্যারাগুয়ের বিপক্ষেও জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নিয়ম রক্ষার্থে আজ মঙ্গলবার সকালে লিওনেল মেসিরা খেলবেন বলিভিয়ার বিপক্ষে। শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দেরকেও বাজিয়ে দেখবেন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই দলে আসবে বড় পরিবর্তন। প্যারাগুয়ের বিপক্ষে গত ২২ জুন পাওয়া ১–০ গোলের জয়ে থাকা ছয় খেলোয়াড় আগামীকাল থাকবেন বেঞ্চে। ছয়জনই আছেন হলুদ কার্ড নিয়ে, আর একটি দেখলেই কোয়ার্টার ফাইনালে হয়ে যাবেন নিষিদ্ধ। কোচ স্ক্যালোনি সেই ছয়জনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইলেন না।
সেই ৬ জন হলেন : এমিলিয়ানো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ, জিওভানি লো চেলসো, লিয়ান্দ্রো পারেদেস, হোয়াকিন কোরেয়া ও লাওতারো মার্টিনেজ বিশ্রাম পাবেন বলিভিয়ার বিপক্ষে। তাদের বদলে দলে আসবেন গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি, লিসান্দ্রো মার্টিনেজ, গিদো রদ্রিগেজ, এক্সেকিয়েল পালাসিওস, হেরমান পেজ্জেলা, আনহেল কোরেয়া। বলিভিয়া ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। তবে আগের ম্যাচের সেরা খেলোয়াড় আনহেল ডি মারিয়াকেও দলে রাখেননি কোচ স্ক্যালোনি, যেমন রাখেননি ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকেও। আর্জেন্টাইন আক্রমণভাগে আগামীকাল সকালে দেখা যাবে মেসি, সার্জিও আগুয়েরো ও আলেসান্দ্রো পাপু গোমেজকে।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ : আরমানি, মন্তিয়েল, পেজ্জেলা, লিসান্দ্রো, আকুনইয়া, গিদো, পালাসিওস, গোমেজ, মেসি, কোরেয়া, আগুয়েরো।
এদিকে গ্রুপ পর্বের তলানিতে থাকা বলিভিয়া এক ম্যাচ হাতে রেখেই কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। কেননা গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি তারা। নিজেদের উদ্বোধনী ম্যাচে ৩–১ গোলে হারার পর চিলির কাছে হেরেছে ১–০ গোল ব্যবধানে। এরপর তৃতীয় ম্যাচে উরুগুয়ের কাচে পরাস্থ হয়েছে ২–০ গোলে।
ফলে এ গ্রুপে ৩ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান লিওনেল মেসির আর্জেন্টিনার। আর সমান ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে না পারা বলিভিয়া অবস্থা করছে তলানিতে।
বলিভিয়ার বিপক্ষে এখন পর্যন্ত মোট ৪০টি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এতে স্কালোনির শিষ্যদের জয় রয়েছে ২৮টি ম্যাচেই। আর হেরেছে ৭টি ম্যাচে, বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে। দুদলের মধ্যকার শেষ দেখা হয়েছে ২০২০ সালের ১৩ অক্টোবর। তীব্র প্রতিযোগিতাপূর্ণ ওই ম্যাচে ২–১ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা।