জেল-জুলুম ভয় পাই না, অধিকার আদায়ে আমি লড়াই করে যাবো- শ্রমিক নেতা পলাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি) : যদি পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের ৮ দফা দাবী মেনে নেয়া না হয়,তাহলে সারা দেশে ট্রাক ও কভার্ডভ্যান  বন্ধ করে  দেয়া হবে। আমাদের এই সংগ্রাম সরকার হটানোর জন্য নয়, আমাদের এই সংগ্রাম দুবেলা দু-মুঠো ভাতের সংগ্রাম, আমাদের এই সংগ্রাম পণ্য পরিবহণ চালকদের হয়রানী বন্ধের সংগ্রাম।  আমি জেল জুলুম ভয় পাই না, ভয় পাইনা বোমা ও বুলেট, ট্রাক চালকদের অধিকার আদায়ে প্রয়োজনে  জেল,জুলুম  ও নির্যাতন সইতেও  পিছ পা হবো না ’। গতকাল  বিকেলে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার ৪ নভেম্বর বিকেলে বৈরি আবহাওয়া থাকা সত্বেও ফতুল্লায় পাগলা এলাকায় ট্রাক-কভার্ড ভ্যান শ্রমিকরা সমাবেশে যোগ দেন। বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সী মালিক শ্রমিক ঐক্য পরিষদ সারাদেশে ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে।  এরই ধারাবাহিকতায় গতকাল  বিকেলে আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখা শ্রমিক সভাবেশের আয়োজন করে। সমাবেশে বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সির মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আলহাজ্ব কাউসার হাম্মেদ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে,বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সির মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এর আহ্বায়ক মো. রুস্তম আলী উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশ তার বক্তব্যে আরও বলেন,  মহাসড়কে যতো দোষ সব ট্রাক ও কভার্ডভ্যান চালকদের দেয়া হয়। বাসের মালে কোনো আওয়াজ হয়না কিন্তু ট্রাকের মালে আওয়াজ হয়। দেশের বিভিন্ন মহাসড়কে ওয়েস্কেলের নামে পুলিশ হয়রানী করে । মাল দিলে হাইওয়ে ও বেশ কয়েকটি থানা পুলিশ ওভারলোড ট্রাকগুলিকে ছেড়ে দেয়। আর মাল না দিলে নির্দিষ্ট ওজন  নিয়ে পন্য পরিবহন করলেও পুলিশ হয়রানী করেন। দেশের মহাসড়কগুলোতে ট্রাফিক সার্জেন্ট ও পুলিশরা যেভাবে ট্রাক চালকদের উপর অত্যাচার ও হয়রানী করে তা আর সহ্য করা হবে  না।  সারা দেশের পণ্য পরিবহনে ট্রাক শ্রমিকদের অবদান কখনো কেউ স্বীকার করে না। উল্টো এই শ্রমিকদের নির্যাতন করা হয়।  যারা ট্রাক চালক তাদের সরকারী লাইসেন্স পেতেও নানা রকম ঝুট ঝামেলা পোহাতে হয়।  শ্রমিক নেতৃবৃন্দের ৮ দফা দাবী না মানলে আগামী ৬ নভেম্বর সারা দেশে অনির্দিষ্টকালেন জন্য পণ্য পরিবহন বন্ধ করে দেয়া হবে।  চট্রগামের কোনো পোর্ট থেকেও পণ্য খালাস হবে না। তিনি তার বক্তব্যে আরো বলেন, আমার আজকের এই অবস্থানের জন্য ট্রাক শ্রমিকদের অবদান অনেক। । বক্তব্যের এক পর্যায়ে, কাউসার আহেম্মদ পলাশ গতকাল রাত থেকে ট্রাক চালকদের ট্রাক বন্ধ রাখার নির্দেশ দেন এবং আজ সকাল ১০টায় পরিবহন শ্রমিকদের ঢাকার সমাবেশ সফল করারও নির্দেশ দেন।

অন্যান্য নেতৃবৃন্দের আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  মিল্লাত হোসেন,বাংলাদেশ ট্রান্সপোর্ট এজেন্সীর সভাপতি মঞ্জুর হোসেন,বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান মলিক সমিতির সভাপতি  তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক-কভার্ড-ভ্যান ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক-কভার্ড-ভ্যান ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মিয়া, চট্রগ্রাম ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন নেতা মো.রুবেল ,বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক হাজী জাকির  হোসেন, সাংগঠনিক সম্পাদক বশির মিয়া, আলীগঞ্জ ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক আবুল  হোসেন,ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পিয়াস আহেম্মদ, সোহেল, পাগলা শাখার  নারায়নগঞ্জ জেলা  ৭৪ সংগঠনের কর্মচারী সংগঠনের সম্বন্বয়ক গোলাম কাদির , ইউনাইটেড ফেডারেশর অব গার্মেন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আজিজুল, সোনার বাংলা ট্রানপোর্টের আসাদুজ্জামান আজাদ,শ্রমিক নেতা সালাউদ্দিন,ওবায়দুর রহমান প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত