জেলা রেজিস্ট্রার কার্যালয়ে ২০২০ সালে ৪৫২ কোটি টাকা রাজস্ব আদায়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও গে‌লো বছর ২০২০ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয় ৪৫২ কো‌টি ০২ লাখ ২৪ হাজার ৭৯ টাকার রাজস্ব আদায় ক‌রে‌ছে। ১২ জানুয়ারি মঙ্গলবার জেলা রে‌জিস্ট্রার, নারায়ণগঞ্জ মো. জিয়াউল হক স্বাক্ষ‌রিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলায় ৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ২০২০ সনে মোট ৮২০২৫টি দলিল রেজিস্ট্রি হয়েছে এবং মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৪৫২,০২,২৪,০৭৯/- (কথায় চারশত বায়ান্ন কোটি দুই লক্ষ চব্বিশ হাজার উনাশি টাকা মাত্র)। বিগত ২০১৯ খ্রি. সনে দলিল রেজিস্ট্রি হয়েছে ৯৩৪১১টি এবং রাজস্ব আদায় হয়েছে ৫৯৪,৩০,২১,৫১৯/- টাকা।

দেখা যায় যে, করোনাকালীন সময়ে ২ মাসের অধিক সময় লকডাউন থাকায় দলিল রেজিস্ট্রেশনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। বিজ্ঞপ্তিতে উ‌ল্লেখ করা হয় আইন মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন অধিদপ্তরের অধিনে জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে নারায়ণগ‌ঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস গুলোর কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকলনবিশদের সহযোগিতায় এই রাজস্ব আদায় হয়েছে।

এ বিষ‌য়ে জেলা রে‌জিস্ট্রার, নারায়ণগঞ্জ মো. জিয়াউল হক এ প্রতি‌নি‌ধি‌কে জানান, বর্তমান ক‌রোনাকালীন মহামা‌রি সম‌য়ে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীগণ জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে সরকা‌রের রাজস্ব আদা‌য়ে তৎপর ভূ‌মিকা পালন ক‌রে‌ছেন। দা‌য়িত্ব পালনকা‌লে কোন কোন অফিসের কর্মকর্তা ও কর্মচারী কো‌ভিড-১৯ এ আক্রান্ত হয়।

add-content

আরও খবর

পঠিত