নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ভোটার নিয়ে জটিলতার কারণে স্থগিত হয়ে যাওয়া নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুইটি সাধারণ ওয়ার্ডের সদস্য পদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ আগস্ট ২ ও ৩ নং এই দুইটি ওয়ার্ডের সদস্য পদের ভোটগ্রহণ হবে। সোমবার ১০ জুলাই গণমাধ্যমে প্রেরিত রিটার্নিং অফিসার এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাববী মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুলাই, মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এর আগে ভোটার নিয়ে জটিলতার কারণে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকার তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড) ও ৩ নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড)।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট হয়েছে ২২ ডিসেম্বর। কিন্তু আগে যারা কাউন্সিলর ছিল তারাই ছিল ২৮ ডিসেম্বার জেলা পরিষদ নির্বাচনের ভোটার। ফলে ২২ ডিসেম্বর নির্বাচিত কাউন্সিলরা ভোট দিতে পারছেন না। এ সংক্রান্ত জটিলতায় নির্বাচন কমিশন ১ থেকে তিনটি ওয়ার্ড ভোট গ্রহণ স্থগিত করা হয়।