জেলা পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর ও আলাউদ্দিন বিজয়ী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পরিষদের স্থগিত হওয়া দুটি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার ২৪ সেপ্টেম্বর ওই দুটি ওয়ার্ডেও  ভোটে ২ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ও ৩ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন বিজয়ী হয়েছেন। জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের নিবার্চন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সরকারী তোলারাম  কলেজ ও বন্দর বিএম উচ্চ বিদ্যালয়ে ৩ নং ওয়ার্ডের নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ১০ থেকে ১৮ নং ওয়ার্ড নিয়ে জেলা পরিষদের ২ নং ওয়ার্ড। এ ওয়ার্ডে ৯ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ১৩ জন ভোটার রয়েছে। এদিকে ১৬ নং ওয়ার্ডের ভোটার সিটি কপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী।

অপরদিকে, নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড নিয়ে জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড। এ ওয়ার্ডে ৯ জন পুরুষ ৩ জন নারী সহ মোট ভোটার ১২ জন। ২ নং ওয়ার্ডে ১৩ ভোটের মধ্যে ৯ ভোট পেয়ে হাতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মেয়র আইভীর সমর্থিত প্রার্থী আওয়ামীলীগ নেতা জাহাঙ্গির আলম। তার নিকটতম প্রতিদ্বন্ধী এডভোকেট শরীফ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল ভিপি বাদলের লোক হয়ে ৪ ভোট পেয়েছেন।

অপর দিকে মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আহসান হাবিব ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে নির্বাচন করেন। কিন্তু আনোয়ার হোসেন একান্ত কাছের লোক হয়েও কোন ভোট পায়নি। ৩ নং ওয়ার্ডে নির্বাচনে শ্রমিকলীগ নেতা আলাউদ্দিন ১২ ভোটের মধ্যে ৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির গিয়াসউদ্দিন চৌধুরী ওসমান পরিবারের সমর্থন নিয়ে ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। ভোটার ও প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। আর সবাই ছিলেন জনপ্রতিনিধি, তথা ভিআইপি ভোটার।

add-content

আরও খবর

পঠিত