জেলা পরিষদ কর্তৃপক্ষকে কাউন্সিলর খোরশেদের উকিল নোটিশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পরিষদ কর্তৃপক্ষকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ উকিল নোটিশ পাঠিয়েছেন। জেলা পরিষদের ডাক বাংলার বিস্তৃর্ণ এলাকার যানজটের কারণে জনস্বার্থে তিনি এই উকিল নোটিশ প্রদান করেন। নগরীরবাসীর দূভোর্গ কমাতে ইতোপূর্বে দাখিলকৃত তার আবেদন সাড়া না দেয়ায় তিনি এই নোটিশ প্রদান করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এডভোকেট মোহাম্মদ ওয়াসিম কাজী কাউন্সিলের পক্ষে এই নোটিশ প্রদান করেন। নোটিশটি নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর পাঠকের জন্য হুবুহু প্রকাশ করা হলো,

আমার উপরোক্ত মোয়াক্কেল মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ১৩নং ওয়ার্ড কাউন্সিলর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তার ওয়ার্ডের অংশে পুরাতান ঢাকা-নারায়ণগঞ্জ রোডের শুরুর দিকে জেলা পরিষদের ডাক বাংলোটির জন্য বিস্তৃর্ণ এলাকার মানুষের দৈনন্দিন জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটের স্বীকার হতে হচ্ছে। দীর্ঘ যানজটের ফলে শুধু জনগনই নয় সরকারী তোলারাম ও মহিলা কলেজের, জেলার বৃহত্তম আর্দশ স্কুল, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও বিসিক, পুলিশ লাইন, ওসমানী ষ্টোডিয়াম সহ গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান এই সড়কে অবস্থিত। পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। ডাক বাংলার ভবনটি না অপসারন করতে না চাইলেও সীমানা দেয়ালটি অপসারণ করলেও যানজট অর্ধেক হয়ে যাবে। দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জের সুশীল সমাজ ও জন প্রতিনিধিরা জেলা পরিষদের সাথে অনেক দেন দরবার করেও কোন সুফল পাওয়া যায় নাই।

তাছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ও জেলার পশ্চিমাংশের ফতুল্লা পাগলা এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রাস্তায় পাশাপাশি ডাক বাংলা থেকে মাসদাইর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত নাসিক কর্তৃক ফুটপাত, ড্রেন ও ষ্ট্রীট লাইট সহ আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে। নাসিকের নব নির্মিত রাস্তা ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাঝখানে বিস্তির্ণ জমি জেলা পরিষদ থেকে নাম মাত্র মূল্যে লিজ নিয়ে বিভিন্ন ব্যাক্তি দোকান পাট তুলে লক্ষ লক্ষ টাকা আয় ও এলাকার পরিবেশ নষ্ট করছে।

উল্লেখ্য যে, আল্লামা ইকবাল রোড, জামতলা ও মাসদাইর জেলার প্রধানতম আদর্শ আবাসিক এলাকা হিসাবে বিবেচিত। উক্ত এলাকায় জেলা পরিষদের লীজ কৃত সম্পত্তি¦ নিয়ে কি পরিমান দুবৃত্ত্বায়ণ চলছে তা আপনি অবগত আছেন। যা নিয়মিত স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।

নাসিক কর্তৃপক্ষ জেলা পরিষদের উক্ত জমিতে নিজস্ব অর্থায়নে বনায়ণ, বাচ্চাদের জন্য ফ্রি শিশুপার্ক, বয়স্কদের জন্য ওয়াকওয়ে এবং জামতলা, আল্লামা ইকবাল রোড ও মাসদাইর সহ আশে পাশের এলাকার অগ্নি নির্বাপনের সহায়তা জন্য ২টি জলাধার নির্মাণ করিতে আগ্রহী।

যেহেতু জেলা পরিষদ কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয়। একটি রাষ্ট্রিয় জন কল্যান মূলক প্রতিষ্ঠান বিধায় এলাকার সৌন্দর্য্য বর্ধন, সবুজায়ণ ও বিশুদ্ধ পরিবেশ গড়ে তোলার স্বার্থে উক্ত এলাকার লীজ বাতিল করা আবশ্যক হয়ে পরেছে।

এমতাবস্থায় অনতিবিলম্বে ডাক বাংলোর বর্ধিত অংশ ভেঙ্গে দিয়ে বিস্তির্ণ এলাকার মানুষের চলাচলের পথ উন্মুক্ত ও পরিবেশ রক্ষা, অগ্নি নির্বাপনে সহায়তা, নাগরিক সুবিধা বৃদ্ধি, সর্বোপরি এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে ডাক বাংলো থেকে মাসদাইর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত জমির বর্তমান ব্যাক্তি লীজ বাতিল করে নাসিকের নামে বিনা ফি তে দীর্ঘ স্থায়ী লীজ অথবা টোকেন মানির বিনিময়ে দীর্ঘ স্থায়ী লীজ প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইতিপূর্বে ১৫/০২/২০১৭ইং তারিখে ও একই বিষয়ে আমার মক্কেল আকপনার বরাবর লিখিত আবেদন করেও কোন উত্তর বা সমাধান পায়নি।

add-content

আরও খবর

পঠিত