জেলা এনজিও ফোরাম নারায়ণগঞ্জ এর আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জ বার্তা২৪ (ষ্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা ও এনজিওদের ঐক্যবদ্ধতায় বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা এনজিও ফোরাম নারায়ণগঞ্জ নামে একটি সমন্বয় পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরুলগ্নে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ উদ্বোধন ঘোষণা করেন।

জেলা এনজিও ফোরামের আহ্বায়ক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও এনজিও ফোরামের সদস্য সচিব এম এম মান্নান ভূইয়া।

প্রধান অতিথি তাসনিম জেবিন বিনতে শেখ বলেন, আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এনজিওদের একটি শক্তিশালী ইউনিটি প্রয়োজন। সেইজন্য সকলের আন্তরিক সহযোগিতায় এবং সমন্বয়ে জেলা এনজিও ফোরাম নারায়ণগঞ্জ সকলের পাশে নিবেদিত ভাবে দাড়াবে এটাই প্রত্যাশা করি। সেইসাথে মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে এনজিও ফোরাম কাজ করবে বলে দৃঢ় বিশ্বাস। আর উপজেলা প্রশাসন থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন তা সব সময় থাকবে।

আরও বক্তব্য রাখেন জেলা এনজিও ফোরামের যুগ্ম আহ্বায়ক এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান মামুন, কমিউনিটি এ্যাকটিভিটিস ফর রুরাল এ্যাডভান্সমেন্ট (কারা) চেয়ারম্যান মোঃ মিনরুল হক মনির, সোহার নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম ঢালী, রং মেলা নারী কল্যাণ সংস্থার সভাপতি সাবিরা সুলতানা, ডব্লিউওএসই এর নির্বাহী পরিচালক মাহফুজা আক্তার, স্বপ্নের নীড় সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান রহিমা শরিফ মায়া, প্রেস এন্ড হিউম্যান রাইটস নারায়ণগঞ্জ এর সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান, কায়েমপুর জন কল্যাণ সংস্থার সভানেত্রী আমেনা বেগম ও নারায়ণগঞ্জ প্রতিবন্দ্বি কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ তারেক হোসেন প্রমুখ। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্রমণগাও দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী আলেয়া বেগম, প্রোভার্টি এন্ড গ্রীন মুভমেন্ট এর সভাপতি নার্গিস পারভীন লাইজু, উত্তর শেহাচর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী নাসিমা আক্তার পারভীন, স্বনির্ভর ওয়ার্ডের ইডি মোঃ মাহবুব আলম, সুরভি ইউনিক-২ এর এএফএ ফারহানা ইয়াসমিন, আলোরতরী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, মুক্তচিন্তা পাঠাগারের সভাপতি মামুনুর রশিদ, গোল্ডেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওমর ফারুক, প্রত্যয় বহুমূখী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ সেলিম রেজা, অংকুর হেলত এন্ড ডে এর পরিচালক মোঃ নাজিমুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশন এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ লুৎফর রহমান, নবারুন উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ নুর আলম আকন্দ, সূর্যমূখী মহিলা সংস্থার সম্পাদিকা মিনা বেগম, নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেফালী রানী, অপরাজিতা মহিলা সমবায় সমিতির সভাপতি আছিয়া খানম সুমি, ফতুল্লা দুস্থমহিলা সংস্থার নেত্রী ইভা আক্তার, নারায়ণগঞ্জ প্রতিদিন ডটকম এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও নারায়ণগঞ্জ বার্তা২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন।

জেলা এনজিও ফোরাম নারায়ণগঞ্জ এর কার্যনির্বাহী পরিষদ কমিটি শীঘ্রই সকলের সর্বসম্মতিক্রমে প্রকাশ করা হবে।

add-content

আরও খবর

পঠিত