নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু বলেন, খ্যাতনামা আইনজীবী তাইজউদ্দিন আহম্মেদ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাধারণ মানুষ। তার কর্মজীবনে তিনি ছিলেন খুবই শান্ত। কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ তার সামনে কথা বললে তিনি কঠোর ভাষায় প্রতিবাদ করতেন। ৪ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জেলা আইনজীবী সমিতির শোক সভায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত এডভোকেটগণ তারকর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন মানবিক অধিকারী ও সদালাপি। তার জীবনে তেমন কোন স্বচ্ছলতা ছিলনা। তবে তিনি বহুগুনে গুণান্বিত ছিলেন, আইন অঙ্গনে ১৯৮৭ সালে আইন পেশায় যোগদান করেন। আমরা মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
এ সময় উপস্থিত থেকে শোক সভা পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল। উপস্থিত ছিলেন মরহুমের স্ত্রী ও পরিবারবর্গ, সিনিয়র এড. রতন কান্তী, এড. মাসুদুর রউফ, এড. আসাদুজ্জামান, এড. হুমায়ুন আহম্মেদ, এড. হামিদুর রহমান ভাষানী, এড. আজুফা বেগম পুতুল, এড. মশিউর রহমান, এড. আপেল মাহমুদ, এড.মাহাবুবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইনজীবী সমিতির সহ-সভাপতি এ এম এ একরামুল হক এবং এরপর সংগঠনের সভাপতি মরহুমের স্ত্রীর হাতে ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।