নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল এ কার্নিভালে জমকালো মেলায় আজ ১৭ জানুয়ারি রবিবার রাতে থাকছে নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থিয়েটার ডিপার্টমেন্টের ২০১৯-২০ সেশনের তরুন মেধাবী শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ। বাংলাদেশ সময় রাত ৯ টায় শুধু মাত্র ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
তরুন কমেডিয়ান রাশেদ জানান, আজ রবিবার রাত ৯ টায় ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা পর্দায় বাংলায় দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল এ কার্নিভালে জমকালো মেলায় আমি থাকছি। এর আগে প্রথম এপিসোড প্রচারের পর দর্শক, বন্ধু মহল, আত্বীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আর শুভেচ্ছা পেয়েছি। আশা করি, আমার দ্বিতীয় এপিসোডাটাতেও সকলেই দেখবে এবং পুরোটা পথচলা তারা আমার সাথে থাকবেন এবং এভাবেই সব সময় অনুপ্রেরণা দিয়ে যাবেন।
ইতিমধ্যেই জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল এর ১০ম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন রাশেদ। এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগি হিসেবেও রয়েছেন সকলের পছন্দের তালিকায় তিনি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় জালাল আহমেদ ও রাশিদা বেগম দম্পতির ঘরে আলোকিত করে জন্ম নেন আফনান আহমেদ রাশেদ। প্রতিভাবান ও মেধাবী রাশেদের শিক্ষা জীবন শুরু হয় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের মাধ্যমে, পরবর্তীতে তিনি ফতুল্লা পাইলট স্কুল থেকে সুনামের সাথে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। তাছাড়া বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থিয়েটার ডিপার্টমেন্টের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার সাথে আফনান আহমেদ রাশেদ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাইজিং বাংলাদেশ এর প্রধান নির্বাহী। এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাইজিং বাংলাদেশ দুরন্তপনায়, সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে তুলেন রাশেদ। এছাড়াও আফনান আহমেদ রাশেদ র্দীঘ বছর যাবৎ সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর রিপোর্টার হিসেবেও কাজ করেছেন।
মীরাক্কেলের প্রতিবারের সিজনের মতোই এবারও যেন বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লেগে থেকে বড় সফলতা নিয়ে আসতে পারে নারায়ণগঞ্জের ছেলে আফনান আহমেদ রাশেদ সেই কামনায় নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক : সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর চীফ এডভাইজর : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান ও সহ-বার্তা সম্পাদক : সৈয়দ রিফাত আল রহমান সহ সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে আগামী দিনের সুন্দর পথচলায় রাশেদের জন্য শুভ কামনা ও অভিনন্দন রইলো।