নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সদর প্রতিনিধি) : দু:খ ভারাকান্ত মন নিয়ে বিদায় নিলেন নারায়ণগঞ্জ বিবি মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক মো. সফিউল আলম খান। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন। তবে ওই বিদায় অনুষ্ঠানে স্কুলের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মাসুদুজ্জামান সহ সংশ্লিষ্টরা অনুপস্থিত ছিলেন। স্কুলের ব্যবস্থপনা পরিষদের অভিভাবক প্রতিনিধি, উপস্থিত শিক্ষক ও শিক্ষিকাদের উপস্থিতিতেই শেষ হয় আনুষ্ঠানিকতা।
এসময় নারায়ণগঞ্জে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মো. সফিউল আলম খান বলেছেন, শিক্ষক হিসেবে এসব কাজে জড়ানোর প্রশ্নই উঠে না। বরং যাদের নাম এসেছে তাদের আমি চিনি না এবং তাদের সঙ্গে আমার সম্পর্ক বা যোগাযোগও নাই।আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তার সঙ্গে আমি কোনভাবেই জড়িত না। কোন হুমকিতে আমি ছিলাম না। কিন্তু তার পরেও আমার নাম জড়ানো দুঃখজনক। আমি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সভাপতি মাসুদুজ্জামানের মডেল গার্মেন্ট কারখানায় অনেকবার গিয়েছি। কিন্তু ২৮ সেপ্টেম্বর বিকেলে যে অভিযোগ আনা হয়েছে হুমকির বিষয়ে তখন আমি সেখানে ছিলাম না।
তিনি আরো বলেন, স্কুলের একটি অনাকাংখিত ঘটনার পর আমাকে বিদায় নিতে হচ্ছে যা অনাকাংখিত। এটা আমার জন্য কাম্য ছিল না। তবুও স্কুলের প্রতি আমি নানা কারণেই দায়বদ্ধ। বর্তমান স্কুল পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষিকারা আমাকে যে কোন প্রয়োজনে ডাকলে কিংবা সহযোগিতা কামনা করলে আমি সে সেবা দিতে সদা প্রস্তুত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ওমর ফারুক, শেখ রমিজউদ্দিন, মো. আরিফুর রহমান, আজমেরী চৌধুরী, সাঈদা খাতুন বেবী সহ সকল শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, সোমবার বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান মডেল গ্রুপের কর্মকর্তা মনির হোসেনকে তুলে আনতে গিয়েছিলেন বলে ফতুল্লা মডেল থানায় ওই প্রতিষ্ঠানের অরুপ কুমার সাহা নামে অপর এক কর্মকর্তা জিডি করেছিলেন। জিডিতে উল্লেখ করা হয় স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শফিউল আলম খানের চাকুরির মেয়াদ শেষ হয়ে গেলে তিনি পুনরায় স্কুলের প্রধান শিক্ষক পদে থাকতে আজমেরী ওসমানকে ব্যবহার করেছে। প্রধান শিক্ষকের পক্ষ নিয়েই আজমেরী ওসমান মনির হোসনকে খুঁজতে গিয়েছিলেন। ওইসময় তার লোকজন মেইন গেইটে সিকিউরিটিদের ধাক্কা মেরে ভয় ভীতি দেখিয়ে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করেন। নানা হুমকী প্রদান করে চলে যায়।এ ঘটনায় তরিকুল ইসলাম লিমন, আনোয়ারুল করিম টিটু, সনেটসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে।