জালকুড়িতে যাত্রী ও পথচারীদেরকে ইফতার করাতে ব্যতিক্রমি উদ্যোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রবিত্র মাহে রমজানে যাত্রী ও পথচারীদেরকে ইফতার করাতে ব্যতিক্রমি উদ্যোগ নিলেন বিল্লাল হোসেন। মঙ্গলবার (৭ মে) বিকেলে ইফতারের আগমুহুর্তে জালকুড়ি স্ট্যান্ড এলাকায় কয়েকজনকে সাথে নিয়ে তাকে ইফতার সামগ্রী বিতরণ করতে দেখা যায়। আর তার এই মহৎ কাজ দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। মাস জুড়েই তিনি সড়কে চলমান যাত্রী, গাড়ির চালক, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের ইফতার করাবেন বলে জানায়।

এ বিষয়ে বিল্লাল হোসেন বলেন, আমি রাজনিতীর সাথে জড়িত। তবে এ উদ্যোগটা আমি রাজনৈতিক লাভের জন্য করিনি। পরকালের জন্য করেছি। দেখা গেছে অনেক সময় ইফতারের সময় হয়ে যাওয়ায় পথচারীরা ইফতার করতে পারে না। কিংবা অনেক গরিব দু:খিরা টাকার অভাবে ইফতার করতে পারেন না। এভাবে যদি অন্যান্য বিত্তবান লোক এই উদ্যোগে এগিয়ে আসে তাহলে সড়কে চলমান যাত্রী, গাড়ির চালক, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য স্বস্তি হবে। তাছাড়াও দুনিয়া ও আখিরাতে লাভবান হবে। সকলকে অনুরোধ করে এই কাজটি বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে চাই, যেন অন্যরাও এই উদ্যোগ নেয়।

জানাগেছে, বিল্লাল হোসেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য। সে জালকুড়ি এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি বিভিন্ন সামাজিক  কর্মকান্ডের সাথে জড়িত। এছাড়াও নিজ উদ্যোগে প্রতিবছরই রোজাদারদের জন্য সেহরী ও ইফতারসহ  ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন।

add-content

আরও খবর

পঠিত