জামিনে এসে বাদীকে ভয়ভীতি হুমকী

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( ফতুল্লা সংবাদদাতা) : ফতুল্লার পোষ্ট অফিস সড়ক এলাকায় মারামারি মামলার আসামী প্রধান আসামী রফিকুল ইসলাম টিপু জামিনে বের হয়ে মামলা তুলে নেয়ার জন্যে বাদী আমো খাতুন (৩৪) ও তার সাবামী দেলোয়ার হোসেন (৪০) গালিগালাজ ও ভয়ভীতি হুমকী দিয়ে আসছে। এ ঘটনায় আমেনা খাতুন টিপুর বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারী রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার দাপাইদ্রাকপুর পোষ্ট অফিস সড়ক এলাকার ডাইং মালিক রফিকুল ইসলাম টিপু ও তার সাঙ্গপাঙ্গরা দেলোয়ার হোসেন কে মারপিট করায় আমেনা খাতুন বাদী হয়ে ফতুল্লঅ মডেল থানায় মামলা দায়ের করেছে । মামলা নং-৪৭(১)১৮। এই মামলা থেকে জামিনে এসে টিপু ও তার সহযোগিরা বিভিন্ন সময় দেলোয়ার হোসেনের বাসার সামনে এসে ভয়ভীতি হুমকী দিয়ে আসছে। গত ২৩ ফেব্রুয়ারী বেলা আড়াইটায় টিপু তার দলবল নিয়ে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এসে গালি গালাজ ও ভয়ভীতি দিয়ে আসছে মামলা তুলে নেয়ার জন্য।

add-content

আরও খবর

পঠিত