জামালপু‌রে বন্যার্ত‌দের মা‌ঝে ত্রাণ দিল নারায়ণগঞ্জের স্লোগান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  স্লোগান হোক মান‌বিকতার, স্লোগান হোক সৃ‌ষ্টিশীলতার, শ্লোগান হোক উৎকর্ষ সাধ‌নে, স্লোগান হোক একসা‌থে বাঁচার আনন্দময়তায়। এই স্লোগান‌কে অন্ত‌রে ধারন ক‌রে জামালপু‌রের দেওয়ানগঞ্জ থানার ফুটাঙ্গী বাজার গ্রা‌মের প্রায় ১ হাজার বন্যাদুর্গত‌দের মা‌ঝে ত্রান বিতরণ কর‌লো স্লোগান সামা‌জিক সংগঠন।

সোমবার (০২ সে‌প্টেম্বর) সকাল থে‌কে স্লোগান সংগঠ‌নের সি‌নেটর নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নির নেতৃ‌ত্বে সংগঠ‌নের সদস্যরা দু:স্থ‌দের মা‌ঝে এই ত্রান সামগ্রী বিতরণ ক‌রেন।

এরআগে সং‌ক্ষিপ্ত এক বক্ত‌ব্যে সাফা‌য়েত আলম সা‌নি বলেন, বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আদর্শ‌কে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ কর‌ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছি‌লো এই  বাংলা‌দে‌শের দু:খী মে‌হেনতী মানুষ যেন দুই বেলা দুই মু‌ঠো খে‌তে পা‌রে। তার সেই স্বপ্ন‌কে বাস্তবায়ন করার জন্যই আমরা স্লোগান সামা‌জিক সংগঠ‌নের পক্ষ থে‌কে আপনা‌দের বন্যার্ত‌দের মা‌ঝে এ‌সে‌ছি ত্রান নি‌য়ে।

এসময় স্লোগান সামা‌জিক সংগঠ‌নের অন্যান্য সদস্য‌দের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন শেখ মিজানুর রহমান স‌জিব, মো. আরিফ হো‌সেন, শেখ র‌ফিকুল ইসলাম রায়হান, মো. ইশ‌তিয়াক আল কাফী, ফা‌হিম ভুইয়া এ‌মিল, আহ‌মেদ হৃদয়, ‌শাহাদাৎ হাসান পাঠান সৈকত, পার‌ভেজ আহ‌মেদ রনক।

তিনি আরো বলেন,আমরা স্লোগান সামা‌জিক সংগঠ‌নের সদস্যরা হয়তো আ‌র্থিকভা‌বে কেউই তেমন স্বচ্ছল না, কিন্তু আমা‌দের ম‌ধ্যে সেই মান‌বিক বোধটা অা‌ছে যে আমার দে‌শের কোন মানুষ য‌দি দু:খ ক‌ষ্টে থা‌কে তাহ‌লে তা‌দের পা‌শে দাড়া‌নোটা হ‌বে আমা‌দের নৈ‌তিক দা‌য়িত্ব। সেই নৈ‌তিক দা‌য়িত্ব‌বোধ থে‌কেই আমা‌দের ক্ষুদ্র প্রয়াস।

জামালপুর ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সা‌র্বিক সহ‌যোগীতা ত্রান বিতরণ অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন জামালপুর জেলা ছাত্রলী‌গের সদস্য ও চুকাইবা‌রি ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি হযরত আলী, জামালপুর জেলা ছাত্রলী‌গের আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবাদুল্লা‌হিল বারী রাজু, হা‌ফিজুর রহমান, শামসুল হুদা রতন, কামরুল হাসান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত