জামানত হারালেন তৈমুর

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানাত হারিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে তৈমুর আলম খন্দকার মাত্র তিন হাজার ১৯০ ভোট পেয়েছেন। রূপগঞ্জে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৩৫ ভোট। সেই হিসেবে বাতিল ভোটের চেয়েও কম ভোট পেয়েছেন দেশব্যাপি আলোচনায় থাকা এই প্রবীণ রাজনীতিবিদ।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী এক লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের মো. শাহজাহান ভূঁইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। বিজয়ী প্রার্থীর সঙ্গে তৈমুরের ব্যবধান এক লাখ ৫৩ হাজার ২৯৩ ভোটের।

রোববার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

মোট ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন ভোটারের মধ্যে ২ লাখ ১২ হাজার ৬২৪ জন ভোটার ভোট দিয়েছেন। বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে তার প্রয়োজন ছিল অন্তত ২৬ হাজার ৫৭৮ ভোটের।

add-content

আরও খবর

পঠিত