জামতলা এলাকায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নির্মাণাধীন একটি ৭তলা ভবন থেকে পরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক হলো চাপাই নবাবগঞ্জ জেলার সদর থানার শিমুলতলার জাদিপুরের রুহুল আমিনের পুত্র আব্দুর রহিম (৪০)। ৭ই জুলাই রাতে বুধবার ফতুল্লা থানাধীন জামতলাস্থ মসজিদ গলিতে এই ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস.এম শামীম জানান, সংবাদ পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। পরে ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তে তিনি জানতে পারেন যে, নিহত আব্দুর রহিম নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিক ছিলো। সে নির্মাণাধীন ভবনে থেকে সেখানেই কাজ করতো। নিমাণাধীন ভবনের জমির মালিক হচ্ছেন কিসমত নামের এক ব্যক্তি। সে তা রিপন নামে এক ডেভেলপারের নিকট দিয়ে দেয়। রিপন আবার তা স্থানীয় হিরু সহ একাধিক জনকে ভবনটি নির্মাণের জন্য চুক্তিতে দেয়। তাদের হয়ে কাজ করতো নিহত আব্দুর রহিম।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন ভবনের ভিতরের ভয়েট (দু-তিন ফুট ফাঁকা জায়গা) পার হওয়ার সময় পরিধেয় লুঙ্গির সাথে পা পেচিয়ে নিচে পরে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

add-content

আরও খবর

পঠিত