নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে ২টি স্বর্ণ এবং ৫টি তাম্র পদক পাওয়ার গৌরব অর্জন করেছে । ১৬ তম ট্রাষ্ট ব্যাংক তায়কোয়ানডো প্রতিযোগিতা ৮ ও ৯ ফেব্রুয়ারী জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পদক প্রাপ্তরা হলেন রহমত আলী (পোমসে ক্যাটাগরি, স্বর্ণ), মেহেদী(পোমসে ক্যাটাগরি,স্বর্ণ), আসিফ(গিরোগি ক্যাটাগরি, তাম্র,), আল আমিন (গিরোগি ক্যাটাগরি, তাম্র), জুবায়েত (পোমসে ক্যাটাগরি, তাম্র) জিহাদ ( পোমসে ক্যাটাগরি, তাম্র) এবং এ আর মোরশেদ (পোমসে ক্যাটাগরি, তাম্র)।
দলের এ সাফল্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভির আহমেদ টিটু সকলকে অভিনন্দন জানিয়েছেন।