জলাবদ্ধতা নিরসনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১লা নভেম্বর মঙ্গলবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয় থেকে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে সদর ইউএনওর কার্যালয়ে গিয়ে সমস্যা নিরসনের দাবি জানিয়ে স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ফরিদ আহমেদ লিটন সহ প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বিক্ষোভকারীদের অভিযোগ ও দাবী মনোযোগ সহকারে শুনেন। এরপর তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, ডাইং কারখানা থেকে নির্গত পানির কারণে যে এই জলাবদ্ধতার সৃষ্টি এটা আমি জানতাম না। যেহেতু আজ আপনাদের মাধ্যমে জানতে পারলাম সেহেতু আমি আপনাদের কথা দিচ্ছি, ডাইং কারখানার নির্গত পানির কারণে যাতে আর জলাবদ্ধতা না হয় তার জন্য প্রয়োজনে ডাইং কারখানার মালিকদের বাধ্য করা হবে।

এ বিষয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস জানান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ তাৎক্ষণিকভাবে স্পটে যাই। স্পটে গিয়ে নিম্নরূপ সমস্য সমূহ চিহ্নিত করা হয়।

add-content

আরও খবর

পঠিত