জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে রূপগঞ্জে কুকুরের শরীরে টিকাদান কর্মসূচী শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে সারা দেশের মত নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুকুরের শরীরে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যৌথ সমন্বয়ে ২৩ই মে রবিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড থেকে টিকাদানের কার্যক্রমের উদ্ধোধন করেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। সকাল থেকে দিনব্যাপী পৌরসভার ১ নং ওয়ার্ডের তারাইল ও ২ নং ওয়ার্ডের বিরাব এলাকায় ম্যাস ডগ ভ্যাকসিনেশন প্রকল্প (এমডিডি),কাঞ্চন পৌরসভা, উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৫টি টিম বিভিন্ন স্থানে মোট ৫৫ টি কুকুরের শরীরে টিকা প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুন বলেন, দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে স্থানীয় সরকার, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যৌথ সমন্বয়ে ২০১৯ সালে প্রথম ধাপে কুকুরদের শরীরে টিকা প্রদান করেছিল। দ্বিতীয় ধাপে এ বছর আবার এ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে টিকা প্রদান শুরু হয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত এ টিকা প্রদান চলবে। উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৭৫ শতাংশ কুকুরের শরীরে এ টিকা প্রদান করা হবে বলে তিনি আরো জানান।

add-content

আরও খবর

পঠিত