নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি ): শুক্রবার দুপুরে স্থানীয় ভুমিদস্যুরা জোরপুর্বক ভাবে নিরীহ মানুষের জমি জবরদখল করতে গেলে কৃষকরা প্রতিবাদ করে। প্রতিবাদ করায় ভুমিদস্যু জয়নাল হাজারী ও মহিলালীগনেত্রী রুমাসহ তাদের সন্ত্রাসী বাহিনী দুটি বসতঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এসময় ভুমিদস্যুরা ৮/১০ জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ৫ নং ক্যানেল এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী জুতা ও ঝাড়– মিছিল বের করে। এ ঘটনায় আওয়ামীলীগ নেত্রী রুমাকে আটক করেছে পুলিশ।
এলাবাবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় ভুসিদস্যু জয়নাল হাজারী, লেডি বাহিনীর প্রধান মহিলালীগ নেত্রী রুমা, মোহাম্মদ আলী, নুরে আলম, সন্ত্রাসী কাজলসহ তাদের লোকজন শুক্রবার দুপুরে গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার নিরীহ মানুষের বেশ কয়েক বিঘা জোরপুর্বক জবরদখলের চেষ্টা চালায়। জমি জোরপুর্বক জবরদখলের চেষ্টা চালালে এলাকাবাসীর বাঁধার মুখে জমি দখলে ব্যর্থ হয়ে চলে যায় দখলবাজরা। রাত ১০টার দিকে ভুমিদস্যুরা প্রতিবাদীদের মধ্যে মমতা ও বিউটি বেগমের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এসময় সিরাজুল ইসলাম, নুরুজ্জামান, গনি মিয়া, আব্দুল কাদির, সুমন, পারভিন, মমতা, বিউটি, হেনাসহ অন্তত ৮/১০ জন আহত হয়। পরে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত মহিলালীগ নেত্রী রুমাকে আটক করে। এ ব্যপারে জয়নাল হাজারীসহ অভিযুক্তরা বলেন, আদালতের রায় অনুযায়ী তারা ৫নং ক্যানেল এলাকায় প্রায় ৭ বিঘা জমির মালিক। নিজের জমিতে তারা সেচ পাম্প লাগিয়ে পানি সেচতে গেলে বাঁধা দেয়া হয়। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।