জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‌্যালী উদ্বোধন করলেন এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) সকাল এগারোটায় ২ নং রেল গেইট এলাকায় এ র‌্যালী উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

এসময় এ কে এম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে অতীতেও কেউ সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে পারেনি ভবিষ্যতেও পারবে না। এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একত্রে যুদ্ধ করেছে। কিন্তু একটি মহল আছে যারা এই দেশটাকে ধর্ম দিয়ে বিভক্ত করতে চায়। এই দেশটাকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তারা। আমি একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে।

শামীম ওসমান আরও বলেন, হিন্দুর রক্ত আর মুসলমানের রক্ত যেখানে সৃষ্টিকর্তাই বিভক্ত করেন নাই সুতরাং এই বিভক্তি করার ক্ষমতা কোন মানুষের নাই। তাই সারা বাংলাদেশের কোথায় কি হবে জানি না কিন্তু নারায়ণগঞ্জে আগেও কেউ সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে পারে নাই আর যতোদিন বেচে আছি ততোদিন এটা হতেও দেবো না। আমার বিশ্বাস, যতোদিন জাতির জনকের কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন ততোদিন ওইসব কুচক্রী মহলের মনের ইচ্ছা পূরণ হবে না। ওইসব কুচক্রী, অসভ্য, যারা সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করতে চায় তাদের সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার), মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, নাসিক ১৪ নং ওয়াড কাউন্সিলর নাজমুল আলম সজল, পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস প্রমুখ।

ইসকনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে চাষাঢ়ার বিজয়স্তম্ভ ঘুরে বঙ্গবন্ধু সড়কের মন্ডল পাড়া হয়ে পুনরায় দুই নং রেল গেইট এলাকায় গিয়ে শেষ হয়।

add-content

আরও খবর

পঠিত