জনসচেতনতাই মাদক নির্মূলের একমাত্র হাতিয়ার : ওসি আজহার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানা ওসি আজহারুল ইসলাম সরকার বলেছেন, বাংলাদেশ ১৯৭১সালে স্বাধীণতা লাভ করলেও দুটি শ্রেনীতে বিভক্ত হয়ে গেছে। একটি শক্তি চাচ্ছে দেশটা ভালোর দিকে এগিয়ে যাক আরেকটা শক্তি বাধাগ্রস্ত করতে চাচ্ছে। উন্নয়ণ বাধাগ্রস্ত পরাশক্তিকে প্রশয় দেয়া যাবেনা। আমরা উন্নয়নের পক্ষের শক্তি। স্বাধীণতার পক্ষের শক্তিকে বেগবান করতে আমরা বদ্ধপরিকর। যারা এ দেশকে বিপদগামী করতে ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করার এখনই সময়। তারা ঘামটি মেরে বসে আছে। তারা এদেশের সুনাম পরিবর্তে দূর্নাম বেশি করছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে বন্দর পুলিশ ফাঁড়ী প্রাঙ্গনে বন্দর থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সুচারু নেতৃত্বে আমরা ইতিমধ্যে মাদককে অনেকটাই নির্মূল করতে সক্ষম হয়েছি। জঙ্গীবাদ নির্মূলেও আমরা অগ্রনী ভূমিকা পালনে সচেষ্ট হয়েছি। আর এসবই সম্ভব হয়েছে জনসাধারণের সহযোগীতা ও সচেতণতার কারনে। আপনার পরিবার নিয়ে আপনারা তখনই শান্তিতে থাকতে পারবেন যখন আপনার পরিবার থেকেই সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে। মাদক শেল্টারদাতা, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী এই তিন শ্রেনীর বিরোদ্ধে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে আমরা কাজ করব। জনসচেতনাই মাদক নির্মূলের বড় হাতিয়ার।

বন্দর ফাঁড়ী ইন্সপেক্টর আহসান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বন্দর থানার সেকেন্ড অফিসার পংকজ সাহা, নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া, আওয়ামী লীগনেতা আমিনুল ইসলাম, কাউন্সিলর সচিব পনির ভূইয়া, মহিউদ্দিন সাউদ, মো. ফারুক, মোজাম্মেল, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত