জননেত্রী শেখ হাসিনা সহসিকতায় করোনা মোকাবেলা করছে : ভিপি বাদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে তত দিন বেঁচে থাকবে। আমার নেত্রী শেখ হাসিনা অপনাদের এখানে শীতলক্ষা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। এই ব্রীজ হলো উন্নয়নের প্রতিক। তিনি অনেক সহসিকতার মধ্যে করোনা ভাইরাস মোকাবেলা করছে। ২৯ জুন  (সোমবার) বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা বালুর মাঠে বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী ও আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে  বৃক্ষরোপন ও ত্রান সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে আপনাদের সেবা করার জন্য। পরিবেশ রক্ষাসহ অসহায়দের পাশে ত্রান সহয়তা নিয়ে এগিয়ে এসেছে ফরাজিকান্দা গুডলাক ক্লাব। আমি এই সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেছেন, সুন্দর দেশ ও আর্দশ  জাতি গঠনে যুব সমাজের কোন বিকল্প নেই। সমাজের ভালো কাজের জন্য আমি গুডলাক ক্লাবের পাশে আছি। এই সংগঠনের অনেক তরুন ও যুবক ছেলেরা আওয়ামীলীগের রাজনিতীর সাথে মিশে আছে। তাদেরকে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব হয়ে পরেছে।

বন্দর উপজেলার ফরাজিকান্দা গুডলাক ক্লাবের সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমিরুজ্জামান, সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু প্রধান, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল হাই, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বশির আহাম্মেদ ও বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা হাফেজ আহাম্মেদ প্রমুখ। বৃক্ষরোপন ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন সবুজ, সাঈদ, হাজী সানোয়ার হোসেন,মনিরুল ইসলাম, আরাফাত ও সানী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত