নারায়ণগঞ্জ বার্তা ২৪: স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহন নিশ্চিতকরণের লক্ষ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার উদ্যোগে জনতার মুখোমুখি হবেন সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে জনতার মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। ১৮ নং ওয়ার্ডের শীতলক্ষা তোলারাম মোড়ে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যান কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজ, সহকারী উপ প্রকৌশলী নাজমুল হক, ১৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি হাজী নেওয়াজ উল্লাহ, কর-আদায়কারী মেহেদী হাসান ফারুক প্রমুখ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ওয়ার্ডবাসীর নানা সমস্যার কথা শুনেন ও তাদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।