জনগণের স্বার্থে পুলিশের মাঠপর্যায়ে কাজ করা জরুরি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গণঅভূত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্র পুলিশ জনতা, গড়ে তোল একতা স্লোগানে পুলিশকে তার কাজ করার সময় সহযোগিতারও আশ্বাস দেন তারা।

রোববার (১১ আগস্ট) দুপুরে বৃষ্টির মধ্যে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

পরে তাদের একটি প্রতিনিধি দল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের সাথে কথা বলেন। পুলিশকে মাঠপর্যায়ে কাজ শুরু করার আহ্বান জানিয়ে তারা বলেন, পুলিশের সাথে সাধারণ ছাত্র-জনতার যে বৈরি সম্পর্ক তৈরি হয়েছিল তা এখন অনেকটাই প্রশমিত হয়েছে। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় এই বাহিনীকে মাঠপর্যায়ে কাজ করা জরুরি। এক্ষেত্রে ছাত্র-জনতা পুলিশকে সবধরনের সহযোগিতা করবে।

এদিকে, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহযোগিতায় নারায়ণগঞ্জে প্রায় এক সপ্তাহ পর সীমিত পরিসরে থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। তবে তারা থানা থেকে বেরিয়ে কোনো টহল বা তদন্ত কার্যক্রম করছেন না। প্রতিটি থানার সামনে সেনা প্রহরা চলছে গত কয়েকদিন। এমনকি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বেও নেই কোনো পুলিশ সদস্য। গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।

এদিকে, পুলিশের অনুপস্থিতিতে জেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, হামলা, লুটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সক্রিয় ভূমিকা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিগত সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে তাদের দমনের যে চেষ্টা চালিয়েছে তাতে ছাত্র ও জনতার সাথে রাষ্ট্রীয় এই বাহিনীর সম্পর্ক বৈরিতায় রূপ নেয়।

তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক মুনার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা থানা পুলিশকে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন।

add-content

আরও খবর

পঠিত