জনগণের সেবা করার জন্যই আমি মেয়র পদে প্রার্থী হয়েছি : মামুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি নিবার্চনে মেয়র প্রার্থী এ.বি.এম. সিরাজুল মামুন বলেছেন, জনগণের সেবা করার জন্যই আমি মেয়র পদে প্রার্থী হয়েছি।  নির্বাচিত হলে আমি ন্যায়, ইনসাফ এবং সুবিচারপূর্ণ একটি আদর্শ নগরী গড়ে তোলার চেষ্টা করবো। নারায়ণগঞ্জের মাটি থেকে সন্ত্রাস, মাদক ও দূর্নীতির মূলোৎপাটন করবো। আমি নারায়ণগঞ্জবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আজ ১০ই ডিসেম্বর শুক্রবার জেলা মজলিস মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসকল কথা বলেন।

এসময় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে খেলাফত মজলিসের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি এ.বি.এম. সিরাজুল মামুনকে মেয়র প্রার্থী হিসাবে ঘোষনা করেন।

জাহাঙ্গীর হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, এবিএম সিরাজুল মামুন বিগত ৪০ বছর যাবত নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের নিকট যোগ্য, আদর্শ এবং জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে সু-পরিচিত। নগরীর গরীব দু:খী অসহায় মানুষের কাছে তিনি অত্যন্ত আপনজন। তিনি সিরাজুল মামুনকে স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে মেয়র হিসাবে নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা সাধারণ সম্পাদক হযরত মাওলানা আহমদ আলী, জেলা সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা সহ সভাপতি মাওলানা গোলাম রব্বানী, রূপগঞ্জ থানার সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খাঁন, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান (মুনিম), সোনারগাঁ থানার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আবদুল কাইউম, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি সাব্বির আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম ভুঁইয়া, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতি আবদুল গণি, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মোহাম্মদ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ শাব্বীর আহমাদ সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত