নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ তাহমিনা আক্তার তমার বাড়ী ভাড়া ইউলিটি বিল, বিদ্যুৎ বিল ও পেট্রোল পাম্পের বিল পরিশোধ না করে সেই টাকা নিয়ে পালিয়ে যাওয়া তার ব্যক্তিগত গাড়ীর চালক জাহাঙ্গীর হোসেন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১৬ই জুলাই শুক্রবার রাতে তাকে তার গ্রামের বাড়ী নওগা জেলার নিয়ামতপুর থানার ডিমা গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর নওগা জেলার নিয়ামতপুর থানার ডিমা গ্রামের মজিবুর রহমান ও আনোয়ারা বিবির ছেলে।
এর আগে ১৫ই জুলাই বৃহস্পতিবার সকালে টাকা আত্মসাত করে পালিয়ে যাবার অভিযোগ এনে জেলার জজ আদালতের অফিসার সহকারী আনোয়ার হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত জাহাঙ্গীর কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, সিনিয়র সহকারী জজ তাহমিনা আক্তার তমা ফতুল্লার ভূইগড় এলাকায় রূপায়ন টাউনে একটি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করেন। তার ফ্ল্যাটের বিল পরিশোধের জন্য ১৩ই জুলাই সন্ধ্যায় ব্যক্তিগত গাড়ী চালক জাহাঙ্গীরের কাছে ৩০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু সে বিল পরিশোধ না করে পালিয়ে গ্রামের বাড়ি চলে যায়। ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, জাহাঙ্গীর কে শুক্রবার তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করা হয়।