নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভুয়া পুলিশ সদস্য ভেবে এক কনস্টেবলকে পিটিয়ে থানায় সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম ইমরান হোসেন, যিনি রূপগঞ্জ থানায় কর্মরত। তার বিরুদ্ধে স্থানীয়রা ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতের দিকে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে মারুয়াদী এলাকায় অপরাধীদের সঙ্গে মিলে মাদক ব্যবসা ও ছিনতাইয়ে সহযোগিতা করতেন। পুলিশের পোশাক ও হ্যান্ডকাফ ব্যবহার করে তিনি অপকর্ম চালাতেন।
স্থানীয় জনগণের সন্দেহ হয়, ইমরান একজন ভুয়া পুলিশ সদস্য। এরপর তারা তাকে গণধোলাই দিয়ে আরও এক ব্যক্তিসহ পুলিশের হাতে তুলে দেন। অপর ব্যক্তি মাদক ব্যবসায়ী মাসুম বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “জনতা দুইজনকে আমাদের হাতে সোপর্দ করেছে। তাদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ইমরান এবং অপরজন মাসুম। কেন ইমরান ঘটনাস্থলে গিয়েছিলেন, তা এখনও পরিষ্কার নয়। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোর্পদ করেছি।