ছিনতাইকারী ও নিশিকন্যাদের দখলে ফতুল্লার ডিআইটি মাঠ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : এক সময়ে ফতুল্লার ডিআইটি মাঠ চিত্ত বিনোদনের আবাস স্থল হলেও বর্তমানে দিনের বেলায় বখাটে ও ছিনতাইকারীদের নিরাপদস্থান এবং রাতে নিশিকন্যাদের দখলে চলে গেছে। দীর্ঘদীন ধরে ফতুল্লাবাসীর চিত্ত বিনোদনের একমাত্র স্থানটিতে বিভিন্ন অপরাধ জনিত কর্মকান্ড চলে আসলেও বর্তমানে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে একমাত্র বিনোদনের জন্য স্থানটিতে ফতুল্লাবাসীর আনাগোনা তেমন একটা দেখা যায় না। উক্ত খেলারমাঠ টিতে স্থাণীয় বখাটে এবং ছিনতাইকারীদের আবাসস্থলে পরিনত হওয়ায় নিরাপত্তাহীনতায় ভোগছে সাধারন মানুষ। তাই ফতুল্লার ডিআইটি মাঠটিকে চিত্ত বিনোদনের উপযোগী হিসেবে গড়ে তুলার জন্য স্থাণীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার দুইশ গজ দূরে অবস্থিত ফতুল্লা ডিআইটি মাঠ। আর এই মাঠটিকে ঘিরে গড়ে উঠেছে স্থাণীয় বখাটেদের আড্ডাস্থল এবং পরিনত হয়েছে ছিনতাইকারীদের নিরাপদস্থানে । এর ফলে গত কয়েক মাস ধরে ফতুল্লা ডিআইটি মাঠে সাধারন মানুষের আনাগোনা অনেকটাই কমে গেছে। দিনের বেলায় উক্ত মাঠ দিয়ে যাতায়াতরত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদেরকেও বখাটেরা নানাভাবে শ্লীলতা হানির চেষ্টা করে আসছে। এর ফলে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় শিক্ষার্থীসহ সাধারন অভিভাবকদের। এমনকি সুযোগবুঝে ছিনতাইকারীরা উক্ত মাঠ দিয়ে যাতায়াতরত সাধারন মানুষকে অস্ত্রেরমুখে জিম্মি করে কেড়ে নিচ্ছে নগদ অর্থ, মোবাইলফোন থেকে শুরু করে সর্বস্ব। আর রাতের বেলাতো নিশিকন্যাদের দখল আছেই। গভীর রাত নয়, সন্ধ্যার পর পরই নিশিকন্যারা অসামাজিক কার্যকলাপে মেতে উঠে। স্থাণীয় কিছু ছিচকে সন্ত্রাসীদের শেল্টারে নিশি কন্যারা প্রকাশ্যেই অসামাজিক কার্য্যকলাপ চালিয়ে আসছে দীর্ঘদীণ ধরে। অসামাজিক কার্য্যকলাপের সময় সাধারন মানুষকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নগদ অর্থসহ মোবাইলফোন লুট করে নিয়ে যাওয়ারও ঘটনা ঘটছে অহরহ। সবকিছু মিলিয়ে ফতুল্লা ডিআইটি মাঠটি ক্রাইমজোনে পরিনত লাভ করেছে

সূত্রে আরো জানা যায়, গত কয়েকমাস আগে ফতুল্লা পাইলট স্কুলের শিক্ষিকা দিপালী রানী দুপুরে ফতুল্লা ইসলামী সোস্যাল ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করে তার বাড়ীর দিকে রওয়ানা হচ্ছিল। এ সময় ফতুল্লার ডিআইটি মাঠ এলাকায় আসামাত্র একদল ছিনতাইকারী চক্র স্কুল শিক্ষিকার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোন কূল কিনারা করতে পারেনি স্থাণীয় প্রশাসন।

এমনই অভিযোগ উক্ত সড়ক দিয়ে যাতায়াতরত একাধিক মানুষের। ফতুল্লাবাসী তাদের অভিযোগে জানান, ফতুল্লা ডিআইটি মাঠকে ঘিরে একাধিক ছিনতাইকারী চক্র গড়ে উঠেছে। দীর্ঘদীন ধরে উক্ত মাঠের আশে পাশে ছিনতাইসহ অসামাজিক কার্য্যাকলাপ চলে আসছে। থানার দুইশ গজ দূরে একের পর এক অপরাধ সংগঠিত হয়ে আসলেও রহস্যজনক কারনে নীরব রয়েছে স্থাণীয় প্রশাসন। এছাড়া পুলিশি ঝামেলা এবং স্থাণীয় বখাটেদের ভয়তে সাধারন ভোক্তভোগী মানুষ আইনশৃংখলা বাহিনীর সহায়তা চাইতেও পাড়ছে না। তাই জেলা পুলিশ সুপার এবং স্থাণীয় প্রশাসনের কাছে ফতুল্লাবাসীর দাবি, অচিরেই ফতুল্লাবাসীর চিত্তবিনোদনের জন্য একমাত্র স্থান ফতুল্লা ডিআইটি মাঠটিকে ছিনতাইকারী এবং নিশিকন্যাদের হাত থেকে রক্ষা করবেন।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন জানান বিষয়টি তার জানা ছিল না। ফতুল্লা ডিআইটি মাঠে ছিনতাই কিংবা আসামাজিক কার্য্যাকলাপের বিষয়ে তিনি অবগত নন। যেহেতু বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন তাৎক্ষনিক ফতুল্লা ডিআইটি মাঠটিকে ছিনতাইকারী এবং নিশিকন্যাদের হাত থেকে মুক্ত করা হবে।

add-content

আরও খবর

পঠিত