ছাদে গাছ পড়া নিয়ে তর্ক, গোগনগরে নারীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে প্রতিবেশীর পিটুনিতে জায়েদা (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় ঘটনা ঘটে নিহত জায়েদা গোগচর এলাকার মামুন মন্ডলের স্ত্রী সময় স্ত্রীকে বাঁচাতে গেলে জাহেদার স্বামী কাইয়ুম মন্ডলকেও পিটিয়ে আহত করা হয়

বিষয়ে নিহতের স্বামী মামুন মন্ডল বলেন, প্রতিবেশী সেকুল গত কয়েকদিন ধরে আমাদের বাসার ছাদে গাছ কেটে ফেলে রাখছিল। তাদের গাছ পড়ে একটি পাইপও ফেটে গেছে। তারা বলেছিল গাছ নিয়ে যাবে এবং পাইপ ঠিক করে দেবে। কিন্তু দুই কিংবা তিন দিন হয়ে গেলেও তারা ছাদে রাখা গাছগুলো সরিয়ে নিচ্ছিল না এবং ঠিক করে দিচ্ছিল না

তিনি আরো বলেন, বিকালে আমি বাসার ভেতরে ছিলাম। এসময় আমার স্ত্রী বাসার বাইরে গিয়ে তাদের বলছিল কেন গাছগুলো সরাচ্ছে না। এনিয়ে তর্ক বিতর্কের জের ধরে তারা আমার স্ত্রীর ওপর হামলা করে। আমি দৌড়ে গিয়ে তাদের বাধা দিলে আমার ওপরও হামলা করে। এসময় আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যদের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ব্যাপারে নিহতের ছেলে রাসেল বলেন, প্রতিবেশী সেকুল, জুম্মান, রানা, শিল্পী সুমনসহ আরও কয়েকজন আমার মায়ের ওপর হামলা করে। তারা সকলে মিলে আমার মাকে মেরে ফেলেছে। গাছ নিয়ে কথা বলতে গেলে তারা আমার মায়ের ওপর হামলা করে। আমি এর বিচার চাই

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলতে পারবো। তবে মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে

add-content

আরও খবর

পঠিত