নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মহানগরের আওতাধীন ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের ত্রী-বার্ষিক সম্মেলন। এসময় অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য টিপু সুলতান এক প্রার্থীর ব্যক্তি ও রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ প্রার্থী সবুজ চন্দ্র দাস বলেন, আমি ছাত্র লীগও করি, ছাত্র দলও করি। যখন যে ডাকতো। সবার লগেই যাইতাম।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা সোয়া ৭টায় তোলারাম বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানে এমন বক্তব্য শুনার পর হতবাক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলেই। সল্পসময়ের মধ্যেই পুরো মঞ্চস্থল ঘিরে যেন হাস্যরসের মহলে পরিণত হয়। এরআগে একেএকে অন্যান্য পদ প্রার্থীরা কিছুটা বিচলিত থাকলেও তাদের নাম পরিচয় ও রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে ইতি টানতে পেরেছে। তবে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটিতে নেতৃত্ব প্রত্যাশাকারী সবুজের বক্তব্য সকলের কাছেই সমালোচিত হয়েছে।
সবুজ চন্দ্র দাস আরো বলেন, আমি সবসময়ই রুবেল ভাই, রনি ভাইয়ের সাথে থাকি। আমার পরিবারে সবাই আওয়ামীলীগকে পছন্দ করে। আমিও পছন্দ করি। তাই আমিও দলে থাকতে চাই। এসময় কেন্দ্রীয় নেতা টিপু সুলতান স্বেচ্ছাসেবক লীগের প্রতিপাদ্য জানতে চাইলে তিনি বলেন, মানুষকে সেবা দিয়ে, মানুষের পাশে থাকতে হবে। অথচ সাধারণ সম্পাদক পদ প্রার্থী সবুজ নিজেই তার ব্যানার-ফেস্টুনে সে¦চ্ছাসেবক লীগের স্লোগান সংযুক্তি করে লিখেছেন-সেবা, শান্তি, প্রগতি। তবে এতো কিছুর পরেও নেতৃত্বে আগ্রহী সংগঠনের ব্যপারে তিনি কতটা অজ্ঞ সেটার বর্হিপ্রকাশ ঘটলো সম্মেলনেই।
প্রত্যক্ষদর্শী ও উপস্থিত বেশ কয়েকজন নেতাকর্মীই বলেন, এমন লোক প্রার্থী ঘোষণা দেয় কিভাবে। আর কারা তাকে প্রার্থী হওয়ার জন্য ইন্ধন দিয়েছে। তাদেরকে সাংগঠনিকভাবে অবশ্যই ব্যবস্থা নেয়া দরকার। কারণ প্রার্থীদের অনেকেই মাইকে কথা বলতে অভ্যস্থ না। তবে তারা মাঠ পর্যায়ের রাজনীতির সাথে জড়িত রয়েছে বলে এমন কোন কথা বলেনি, যা দলের নাক কাটার জন্য যথেষ্ট। একটি সেক্রেটারী প্রার্থী এমন হলে সংগঠনের কি হবে!
অনুষ্ঠানে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপমহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি উর্মি ঢালীর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবেক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থসহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবেক লীগের সদস্য নজরুল ইসলাম মুন্সি অন্যান্যরা।