ছাত্র ফেডারেশন ১৮ নং ওয়ার্ড কমিটি গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নাসিক ১৮ নং ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। সোমবার ১১ ডিসেম্বর দুপুরে সংগঠনটির চাষাড়া জেলা কার্যালয়ে মহানগর শাখার এক বিশেষ আলোচনা সভা শেষে এই কমিটি গঠিত হয়। সভায় সংগঠনটির মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন জেলার যুগ্ম সাধারন সম্পাদক শুভ দেব।

এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে তাকবীর হোসেন মাহিন আহ্বায়ক, ইমরান হোসেন জাহিদ যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল হাসান তামিম সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।  ২ টি সদস্য পদ খালি রেখে গঠিত কমিটিতে বাকি ছয় জন সদস্য হিসেবে রয়েছেন।

আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ছাত্রদের সংগঠিত হওয়ার আহ্বান জানান নবগঠিত কমিটি নেতারা। এসময় তারা মাদক ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান।

তার আগে অলোচনা সভায় শুভদেব বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরনের জন্য ছাত্রদেরই এগিয়ে আসতে হবে। আমরা দেখেছি ৫২ থেকে আজ পর্যন্ত এদেশের সকল ক্রান্তি লগ্নে ছাত্ররা মুখ্য ভুমিকা পালন করেছে। কিন্তু দুঃখ জনক হলো বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না থাকায় ক্যাম্পাসে অপরাজনীতি ও ছাত্রদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে।

মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের স্বদিচ্ছা থাকা স্বত্ত্বেও সেগুলোর সঙ্গে রাজনীতিবিদদের প্রত্যক্ষ যুক্ততা ও অসুস্থ রাজনীতির ফলে তা সম্ভব হচ্ছেনা। এমন অবস্থায় শিক্ষার্থীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ থেকে থেকে মুক্তি পেতে অভিলম্বে ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার বিকল্প নেই।

সংগঠনের মহানগর সাধারন সম্পাদক ফারহানা মানিক মুনার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি কাজী আশিক, সাধারন সম্পাদক শিশির আহমেদ, মহিলা কলেজ শাখার সংগঠক এ্যানী চন্দ্র প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত