নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্যার্তদের জন্য বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার হেল্প ফর ফ্লাডেড ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি-সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সৃজয় সাহা এ তথ্য জানান।
নেতৃবৃন্দ জানান, ১২ দিন ব্যাপি চলমান বন্যার্তদের জন্য সহযোগিতায় হেল্প ফর ফ্লাডেড ক্যাম্পেইনে সর্বমোট উত্তোলিত অর্থ ১০ লাখ ২ হাজার ৫৫০ টাকা। যার মধ্যে ১৪৫০ পরিবারকে খাদ্য সহযোগিতা এবং ৭০০ লোককে রান্না কারা খাবার সরবরাহ করা হয়। এছাড়া মডেল গ্রুপের সহযোগিতায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। যেখানে, উত্তোলিত অর্থের ৭ লাখ ২৫,০০০ টাকা খাদ্য সামগ্রী বিতরণে, ৪৭০০০ টাকা রান্না করা খাবার বিতরণে খরচ করা হয়। অবশিষ্ট অর্থ ছকবাছড়া ৭ নং ওয়ার্ড, ৩০ নং বড় মেরুং ইউনিয়নের ছকবাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজে বরাদ্দ করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল মানবিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়ায়।সম্মিলিত অংশগ্রহণে আমাদের শক্তি বৃদ্ধি পায়। যে শক্তি দূর্গতদের পরিত্রাণে সহায়ক হয়। কিন্তু প্রত্যেক বছরের এই বন্যা যেখানে হাযারো মানুষের জীবনের সাথে প্লাবিত হয় কৃষকের শ্রমের ফসল, ভবিষ্যৎ সেই বন্যা থেকে চাই পরিত্রান। মানবিক সহযোগিতার পাশাপাশি অন্যায্য পানি জুলুম, নদী শাষণ প্রতিহত করতে প্রয়োজন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াই। নতুন বাংলাদেশ নিশ্চয়ই সকল অপশাসন ও নতজানু পররাষ্ট্র নীতি থেকে মুক্ত থাকবে।