নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : অবশেষে পাগলার গ্রীণ ডেলটা হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাসপাতালের সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। আর ভুল চিকিৎসায় স্কুল ছাত্রী আয়েশা আক্তার আলফির মৃত্যুর ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। ২৩শে আগস্ট রবিবার বিকালে পাগলা এলাকায় ছাত্রী মৃত্যুর ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি এ ঘোষনা দেন।
এ সময় নারায়নগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ওসি মোঃ আসলাম হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে পাগলার গ্রীণ ডেলটা হাসপাতালে ডা. মাসুদ রানার ভুল চিকিৎসায় পাগলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আয়শা আক্তার আলপি (১৪) মারা যায়। এ ঘটনার প্রেক্ষিতে পাগলা এলাকার জনগন বিক্ষুদ্ধ হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অবরোধের মত পরিস্থিতি হলে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ও স্থানীয় চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু উপস্থিত হয়ে সামাল দেয়ার চেষ্টা করেন।
পরে সিভিল সার্জন ডা. ইমতিয়াজ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম উপস্থিত হয়ে সার্বিক অবস্থা পর্যক্ষেন শেষে হাসপাতালের কার্যক্রম বন্ধের ঘোষনা দেন।