ছাত্রশিবিরের র‌্যালি, রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালিটি শহরের মেট্রোহল থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ঘুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

র‌্যালি থেকে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, সিনেমা হলসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাঈলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি অমিত হাসান, অফিস সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, স্কুল ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক আল হেলাল, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে মহানগর সভাপতি হাফেজ মো. ইসমাঈল বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত।

add-content

আরও খবর

পঠিত