ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়নগঞ্জ বার্তা ২৪: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে৷ তারা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থানে নেয়৷
আন্দোলনে জেলার বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন তারা। মঙ্গলবার সকাল এগারোটায় মিছিল বের করে শিক্ষার্থীরা৷ বেলা সাড়ো বারোটায়ও তারা প্রেস ক্লাবের সামনে অবস্থানে রয়েছে৷
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না।

add-content

আরও খবর

পঠিত