নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিগত কয়েকদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির আশু রোগমুক্তি কামনায় ফতুল্লায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ই মার্চ শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা সামসুল আলম রিফাতের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর এলাকায় কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়াকালে এ সময় শেখ সাফায়েত আলম সানির দ্রুত আরোগ্য লাভে সকলের কাছে দোয়া চান সামসুল আলম রিফাত। তিনি বলেন, আপনারা সবাই আমাদের প্রাণ প্রিয় বড় ভাই শেখ সাফায়েত আলম সানি ভাইয়ের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা যেন পূর্বের মতো আবারো আমাদের সদা হাস্যজ্বোল সানি ভাইয়ের নেতৃত্বে সমাজ সেবামূলক কাজ করতে পারি।
দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন, কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ কলিমুল্লাহ, মসজিদের সাধারন সম্পাদক ও কুতুবপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো: আরিফ হোসেন, মসজিদের সহ সভাপতি ও কোষাধক্ষ্য এবং বিএনপি নেতা আলহাজ্ব আবু মাসুদ মিন্টু, মহানগর যুবলীগ নেতা রুহুল আমিন শাকিল, ফতুল্লা থানা যুবলীগ নেতা মোঃ সোহেল সহ কুতুবপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও স্থানীয় এলাকার মুসুল্লিবৃন্দ।