ছাত্রকে রড দিয়ে পিটানোর ঘটনায় শিক্ষক রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলায় মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় ছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতনের ঘটনায় শিক্ষক রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসঅআই) এনামুল হক শুক্রবার সকালে উপজেলার শালমদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে

এর আগে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রের বাবা জসিম উদ্দিন থানায় মামলা করলে পুলিশ মামলার সূত্র ধরে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত শিক্ষক রমজান আলী সোনারগাঁ উপজেলার সনমান্দী এলাকার নুরুজ্জামানের ছেলে

জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় মঙ্গলবার রিফাত নামে এক ছাত্রের টাকা ছুরি হয়। রিফাত কথা তার শিক্ষক রমজান আলীকে জানালে তিনি টাকার জন্য হাফেজ আবু সহিদকে সন্দেহ করে ডেকে নিয়ে আসে। পরে শিক্ষক রমজান আলী মাদ্রাসার অন্য দুই ছাত্র রাসেল আঃ রহমানের সহযোগিতায় শহিদের হাতপা রশি দিয়ে বেঁধে কক্ষের দরজা বন্ধ করে রড লাঠি দিয়ে হাতে পায়ে, কোমড়ে পিটিয়ে আহত করে

এক পর্যায়ে শহীদের অবস্থার অবনতি ঘটলে শিক্ষক রমজান আলী তার দুই সহযোগী ছাত্র তাকে কক্ষে আটকে রেখে চলে যায়। ঘন্টা পর মাদরাসার অন্য ছাত্ররা আবু শহিদের ঘুঙ্গানী শুনে কক্ষের দরজা খুলে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়। বুধবার বিকালে আহত ছাত্র শহীদের অবস্থার অবনতি ঘটলে এলাবাসীর সহযোগিতায় তাকে আড়াইহাজার টু জেড হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছাত্র হাফেজ আবু শহিদ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকার জসীমউদ্দিনের ছেলে

আড়াইহাজার থানার পরিদর্শক (ওসি সার্বিক) মোঃ সাখাওয়াত হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত কওে বলেন, শিক্ষক রমজান আলী তার অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করেছে

add-content

আরও খবর

পঠিত