নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : শহরের নিকটতম বিনোদন কেন্দ্র হিসেবে অন্যতম বরফকল খেয়াঘাট সংলগ্ন চৌরঙ্গি পার্ক ( বিআইডাব্লিউটিএ ইকোপার্ক )। ঈদ কিংবা যেকোন ছুটির দিনে এখানে দেখা যায় র্দশনার্থীদের উপচে পড়া ভীড়। তবে সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্ক সংলগ্ন ফাস্ট ফুড ব্যবসায়ীদের সাথে ডিবি পুলিশের মারামারির ঘটনায় পার্কটির র্দশনার্থী দিন দিন কমে যাচ্ছে। তাদের মধ্যে এখন এক ধরনের আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে গলাচিপা এলাকার জুয়েল জানায়, আমি প্রতি সপ্তাহে ছুটির দিনে খানপুর চৌরঙ্গি র্পাকে ( বিআইডাব্লিউটিএ ইকোপার্ক ) যাই। সাথে আমার বাচ্চা ও তার মা থাকে। কারণ শহরের মধ্যে সবচেয়ে নিকটবর্তী একটি বিনোদন কেন্দ্র এটি। কিন্তু ঐ দিন মারামারি ঘটনা জানার পর থেকে নিকটবর্তী হলেও এই পার্কে যাওয়ার ইচ্ছা এখন আর নেই। ঐ দিন মারমারিতে যারা গিয়েছিলো তারা অনেকেই দৌড়ঝাপের মাঝখানে পড়ে আহত হয়েছে। আর এখনও এর কোন সমাধান হয়নি। যেখানে ডিবি পুলিশ মারাত্মক আহত হয়! যেকোন সময় দূর্ঘটনা হলে আমাদের রক্ষা করবে কে?
এদিকে মাঝে মধ্যে যুবক ও মধ্যবয়সী অনেককে জোড়া বেঁধে ঠিকই আসতে দেখা যায়। যার ফলে নাম মাত্র চলছে পার্কের কার্যক্রম। পার্কে যুগলদের হাতে হাত ধরে রাখা, পাশাপাশি বসে থাকা অবস্থান। এতেও আবার বিভ্রান্ত হচ্ছে পার্কে আগত অনেক দর্শনার্থীরা। বিশেষ করে শিশু সন্তানদের নিয়ে এ পার্কে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে পরিবারের কর্তারা।
পার্কে বেড়াতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, এটা আসলে বড়দের জন্যই করা হয়েছে। কারণ শিশুদের জন্য তেমন কোন রাইড নেই। তবে ৩ বছরের উপরের শিশুদের কাছ থেকেও প্রবেশের জন্য ৫০ টাকা টিকিট ক্রয় করতে হয়। কিন্তু তারা আসলে ভিতরে ঢুকে কয়টি রাইডে চলতে পারবে। সে ব্যাপারে উদাসিন পার্ক কর্তৃপক্ষ। তা ছাড়া যেসব রাইড রয়েছে এসব ভয়ংকর রাইডে বড়রাই চলার সাহস রাখে। এর মধ্যে কিছু অল্প বয়সের যুগলদের যেসব কার্যকলাপ দেখি নিজেরাই লজ্জায় পড়ে যাই। আর যদি পরিবার পরিজন সহ শিশু সন্তানদেও নিয়ে আসি, তাহলে আর রক্ষা নেই।
নাম প্রকাশে স্থানীয় এক দোকান ব্যবসায়ী জানায়, ঐ দিন মারামারির ঘটনায় আমাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কিছুই দেখতে পারিনি। নিজের জান বাচাঁতে দোকানের র্সাটার নামিয়ে দিয়েছি। তবে খুলে দেখি আমার দোকানের সামনে রাখা পানির বোতল সহ টুল অনেক কিছুই ভেঙ্গে আছে। আবার অনেক কিছু চুরি হয়েে গেছে। এরপর থেকে পরিবেশ থমথমে থাকায় আগের চাইতে দর্শনার্থী অনেক কমে গেছে। আর বেশিরভাগ কলেজের ছাত্র-ছাত্রীরা আসে। তবে এ পার্কে ( বিআইডাব্লিউটিএ ইকোপার্ক )। নিয়মের বাইরে কিছু করার সুযোগ নেই বলে জানান তিনি।